![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....
দাবিকৃত দুই হাজার টাকা না দেওয়ায় একদিন দুপুর বেলা এলাকার একজন নেতা এসে আমার ফ্যাক্টরি ম্যানেজারকে ডেকে গালাগাল করতে শুরু করলেন।
নেতা বললেন, "ব্যবসা তোমাগো জায়গা মতো ঢুকায় দিমু। মিয়া মানুষ চিনো না?"
জবাবে বেচারা ম্যানেজার শুধু "জি জি" বলে যেতে লাগলেন।
লোক জমে গেল।
নেতা চিৎকার করতে লাগলেন। উঁচু স্বরে বললেন, "তোমগো মালিক রে আমার লগে দেখা করতে কইবা। না কইলে তোমারে দেইখা লমু। কোন জায়গায় ব্যবসা করতাছো টের পাও না মিয়া?"
ফ্যাক্টরি ম্যানেজার আমাকে জানানোর পর বললাম, "ঠিক আছে দেখতেছি কী করা যায়।"
........
পরের দিন দুপুর বেলা গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে খুব বেদনাত্মক মন নিয়ে আমি সেই নেতার সাথে দেখা করতে গেলাম। যাবার আগে অফিসে ভালো মতো ওযু করে নিলাম। তার পর টেবিলের ওপর রাখা কোরআন শরীফের পাশ থেকে সাদা টুপিটা হাতে নিায়ে মাথায় দিলাম।
আমার ম্যানেজার মুখ অন্ধকার করে দাঁড়িয়ে আছেন। বললাম, "চলুন আপনিও সাথে চলুন।"
ম্যানেজারের বুকের ভেতর থেকে আমারই মতো গভীর এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
আমরা দুজন দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। আমাদের সাথে একে একে আরো কিছু মানুষ সামিল হলেন। সবার মাথায় সাদা টুপি। কারো কারো গায়ে পাঞ্জাবিও রয়েছে।
আমরা সবাই হাঁটতে লাগলাম নেতার জানাজা পড়তে। শেষরাতে নেতার মৃত্যু হয়েছে....। জানাজা শেষে নেতার জন্য দোয়া করলাম। তার গুনাহ সমূহ মাপ করে দেবার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আকুতি জানালাম।
আকাশ ফেটে অগ্নিতাপ ছড়িয়ে পড়ছে যেন।
আগের দিন দুপুর বেলা যে নেতা দাম্ভিকতা নিয়ে আমাকে তার সাথে দেখা করতে বলে ছিলেন। পরের দিন দুপুর বেলা তার নিথর নিস্তব্ধ দেহখানার সামনে আমি ঠায় দাঁড়িয়ে আছি। অথচ তিনি নিশ্চুপ নিশ্চল। কিছুই বলা তো দূরের কথা সামান্য অঙ্গুলির ইশারা দেবার ক্ষমতাও নেই তার।
নেতার মৃতদেহ বহনকারী ট্রাকটি আস্তে আস্তে বড় রাস্তার দিকে এগুতে লাগলো...।
মৃত্যু বড় নিষ্ঠুর। সে নেতা চিনে না। আমীর ফকির চিনে না। মেম্বার চেয়ারম্যান চিনে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চিনে না। সে কিছু চেনে না কিছু জানে না। শুধু জানে কখন কাকে বিনা নোটিশে নিয়ে যেতে হবে, কার দাম্ভিকতা সাড়ে তিন হাত মাটির ঘরে চিরতরে চাপা দিতে হবে.....
১০ ই জুন, ২০১৭ রাত ১১:৪৯
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কঠিন সত্য!!
২| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৯
গ্যাব্রিয়ল বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ ব্রাদার
৩| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:১০
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫০
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ দাদা
৪| ০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:৪১
তার ছিড়া আমি বলেছেন: ভালো লেখেন আর মন্দ লেখেন, এটাই সত্য। এই চির সত্যকে আমরা ভুলে থাকি, এটাও সত্য। সব দাম্ভিকতা একদিন শেষ হয়ে যাবে। কিছুই থাকবে না। কিছুই যাবে না তার সাথে। শুধু যাবে তার আমল, কৃতকর্ম।
আল্লাহ আমাদের তাওফিক দিক, ভালো কিছু কৃতকর্ম নিয়ে যাবার।
১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: কথা সত্য...
৫| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৭:৫৪
অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: আমার খুব ভাললেগেছে।++
১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ নেতা
৬| ০৫ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৪
খরতাপ বলেছেন: আপনি তো বেঁচে গেলেন। কিন্তু আমাকে যে নেতা জ্বালিয়ে যাচ্ছে, সে মরা তো দুরের কথা, কখনো অসুস্থই হয়না!
১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫১
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: হা হা হা
৭| ০৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চিরন্তন সত্য কথা।
১০ ই জুন, ২০১৭ রাত ১১:৫২
হাবিবুর রহমান জুয়েল বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য
৮| ১১ ই জুন, ২০১৭ রাত ১:০৩
নীল মনি বলেছেন: খুব কঠিন সত্য কথা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৭ রাত ১১:০৯
মনিরা সুলতানা বলেছেন: মৃত্যু বড় নিষ্ঠুর। সে নেতা চিনে না। আমীর ফকির চিনে না। মেম্বার চেয়ারম্যান চিনে না। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চিনে না। সে কিছু চেনে না কিছু জানে না। শুধু জানে কখন কাকে বিনা নোটিশে নিয়ে যেতে হবে, কার দাম্ভিকতা সাড়ে তিন হাত মাটির ঘরে চিরতরে চাপা দিতে হবে.
কঠিন সত্য !