নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবিবুর রহমান জুয়েল

হাবিবুর রহমান জুয়েল

জীবন নদীর বাঁকে বাঁকে দুঃখ কতো লুকিয়ে থাকে কেউ তো জানে না....

হাবিবুর রহমান জুয়েল › বিস্তারিত পোস্টঃ

একজন আনিসুল হক চাই...

০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১২

রাস্তায় প্রচণ্ড জ্যাম দেখে হাতিরঝিলে গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলাম ফুটপাত ধরে।

হেঁটে গুলশান একের মোড় পর্যন্ত গিয়ে রিক্সা নেবার জন্য দরদাম করতে লাগলাম। উদ্দেশ্য গুলশান ও বনানীর সংযোগ সেতু হয়ে বনানী যাবো।

রিক্সাঅলা স্বাভাবিকের প্রায় দ্বিগুন ভাড়া চাইলেন। সাথে থাকা ছোট ভাই রায়হান বলল, "আপনাদের তো ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। এত বেশি চাচ্ছেন কেন?"

রিক্সাঅলা জবাব দিলেন, "মালিক জমা ডাবল করছে মামা আমরা কী করমু?"

"জমা ডাবল করছে তো আপনারা কিছু বলছেন না?"

"আমগো কথা কে শুনবো মামা? মেয়র সাব তো অসুস্থ। বিদেশ গেছেন চিকিস্যা করতে। তিনি দেশে থাকলে সবই ঠিক মতো চলতো। কেউ দুই নাম্বারি করার সাহস পাইতো না।"

শুনে অবাক হলাম খানিক। একজন রিক্সাঅলার বুকে মেয়র আনিসুল হক এতটা আস্থার জায়গা তৈরী করে নিয়েছেন! যে তিনি থাকলে সব ঠিকঠাক মতো চলতো!

মেয়র সাহেব যখন নির্বাচিত হলেন, তখন অনেক গুঞ্জন চলতে লাগলো যে, একজন নন পলিটিক্যাল লোক আপাদমস্তক ব্যবসায়ী কিভাবে নগর পিতার ভূমিকা পালন করবেন! নগর চালোনো কি এত সোজা!

কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি কতোটা সফলভাবে তাঁর দায়িত্ব পালন করেছেন আমরা সবাই তা দেখেছি।

মেয়র হবার পূর্বে একটি অনুষ্ঠানে প্রথম বারের মতো দেখা হয় তাঁর সাথে। সেখানে তিনি একটি কথা বলেছিলেন, "সব সময় নিজের প্রতি আস্থা রাখবেন। আজকের আমি, আমি ছিলাম না। অনেকে স্ট্রাগল করে আমাকে আমি হতে হয়েছে। আর শুনুন, কারো জন্য কিছু করলে সেটি মন থেকে করবেন তাহলে মনে এক ধরণের শান্তি অনুভব করবেন....।"

আজ নিউজে দেখলাম, অনেকেই ঢাকা উত্তরের মেয়র হতে চান।..... জানি না তাদের কেউ আনিসুল হকের শূন্য স্থান পূরণ করতে পারবেন কি না। তবুও আরেকজন আনিসুল হক দেখার জন্য আমরা আশায় বুক বেঁধে অপেক্ষায় থাকবো..



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩০

চাঁদগাজী বলেছেন:



উনার বউ, ভাইবোন, ছেলেমেয়েদের মেয়র বানিয়ে দেন। এই মেয়র ঢাকায় ঘাসের বীজ ছড়ায়ে গেছে

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি চেষ্টা করেছিলেন ঢাকাকে সুন্দর রাখতে...

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৪

শাহিন বিন রফিক বলেছেন: অন্যদের চেয়ে একটু আলাদা ছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.