![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদে লেখক
শাহাবাগ থেকে রিকশায় করে বাসায় আসতেছি ৷
বন্ধুর ঔষুধ কিনার জন্যে ফার্মেসিতে গেল, আমি বসেই আছে ৷
পিছ থেকে একটু চিল্লা চিল্লি শুনলাম
মারানির পোলা ভাড়া যেটা দিছি এটাই নে ৷
মামা এইডা কি কন!!! আপনি তো এতটাকা দিবেন কইছেন !!
চুপ কথা কম বল, যা দিছি নে! !
লাগবো না আপনের ভাড়া আপনে রাখেন
এটা বলে রিকশাওলা দাড়ায় রইছে ,আশায় এই বুঝি ট্যাকাটা দিলো৷
আর ঔ ছেলে দুটি বলে যা তোরে ভাড়া দিমু না বলে হাঁটতে থাকে ৷
রিকশাওয়ালা চোখে অশ্রু টলমল, সে শুধু বলে
যান যান আমার এই ট্যাকা দিয়া আপনে বড়লোক হতে পারবেন না ৷
আমি ২ডা ভাত খামু, বাচ্চারে খাওয়ামু ৷
আপনি আমার রিকশায় উঠেননি , উঠছেন আমার পিঠে ৷
পারবেন তো শুধু আমগো লগে
উফফফফ কথাগুলো এখনো বুকে বিঁধে আছে ৷
আসলেই তাই আমরা জোর খাটাই এদের সামনেই, গিয়ে দেখেন রাতের বেলায় আমরাই ঠিকই অন্যজনের যাতা খেতে হয়,
বৌর আঁচল নিছে লুকায়
কিন্তুু দাপট দেখায় এদের সামনে
রিকশাওয়ালা কথাগুলো ছেলে ২টা কে বলেনি, বলছে আমাকে, আপনাকে
আর বলেছে.
এদের মানুষ বললে ভুল হবে
পশু বললেও ভুল হবে
এরা হলো নর্দমার কীট
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৮
হ্যাকার মাইন্ড বলেছেন:
২| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭
থার্ড পার্সন প্লুরাল বলেছেন: যখন বললো আপনে আমার রিকশার সিটে বসেন নাই বসেছেন আমার পিঠে কথাটা শুনেই মনটা খুব ভারী হয়ে উঠলো ।
এদের চেয়ে নর্দমার কীট ও অনেক গুনে ভাল আছে ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
হ্যাকার মাইন্ড বলেছেন: আমি কিছু কর্তে পার্ল্ম্না
৪| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৭
ঢাকাবাসী বলেছেন: এদেশের যুব সমাজ আসলেই গেছে নাকি?
৫| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০
হ্যাকার মাইন্ড বলেছেন: ভাই ওরা আজ দাপটে হাটে
৬| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমি ২ডা ভাত খামু, বাচ্চারে খাওয়ামু ৷
আপনি আমার রিকশায় উঠেননি , উঠছেন আমার পিঠে ৷
রিক্সাচালকের হাহাকার ছুঁয়ে গেল।
৭| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৯
হ্যাকার মাইন্ড বলেছেন:
৮| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫১
পৃথিবীর আলো বলেছেন:
কাজটা যে তারা খুব খারাপ করেছে, এটা অবশ্যই ঠিক..........
কিন্তু রিক্সাওয়ালা গুলো ও আজকাল মহা ধূর্ত। সবসময় দেখবেন বিপদের সময় একটা রিক্সাও আপনার গন্তব্যে যেতে চাইবে না, আর গেলেও ডাবল ভাড়া।.....
জীবন নামের খেলায়, কেউ কাউকে ঠকাতে পারে না। একজনকে ঠকাবেন তো আরেকজনের কাছে নিজেও ঠকবেন।..........
আল্লাহ আমাদের সহায় হোন............
৯| ১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৬
মনিরা সুলতানা বলেছেন:
১০| ১২ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২
হ্যাকার মাইন্ড বলেছেন: আলো মন্দ বলেন নি
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১১
ইমতিয়াজ ১৩ বলেছেন: এদের মানুষ বললে ভুল হবে
পশু বললেও ভুল হবে
এরা হলো নর্দমার কীট