নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বোকার স্বর্গে আমি এক বোকা মানুষ বোকাবাক্সে বন্দী

https://facebook.com/umlolypop

হ্যাকার মাইন্ড

ক্ষুদে লেখক

হ্যাকার মাইন্ড › বিস্তারিত পোস্টঃ

বোকা বাবা মার ছেলে মেয়েরা

০১ লা মে, ২০১৫ সকাল ১১:৪৪

গতরাত ২টায় ঢাকা মেডিকেল যেতে হলো, এক নানা মারা গেছিল, উনাকে দেখে বুকটা হু হু করে উঠলো, গ্রামে গেলেই নাতি নাতি বলে ঢাকতো ৷

উনাকে দেখে আসার সময় চোখ পড়লো আমার বয়সি এক ছেলের দিকে ছেলেটা কি কি বলতে লাগলো আর খালি ঝিমায়, আমার ইন্টারেস্টিং লাগলো বলেই কাছে গেলাম ৷
ডাক্তার জ্বিগ্যেস করলো কিভাবে কি হলো ছেলেটি বলতে লাগলো জানি না কিছু কাশের সিরাপ খাইছি, ঘুমাবো বলে নিচে পরে গেলো ৷

ডাক্তার বললো আপনার ছেলে নেশা করছে ফেনসিডিল খাইছে ৷
আমি ডাক্তার কে অফ করে ছেলেটার বাবা কে ওদিকে নিয়ে গেলাম ৷
কি করেন? ?
বাবা গরীব মানুষ নীলক্ষেতে কাজ করি ছেলেকে কষ্ট করে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করালাম, কখনো এগুলো খেতে দেখিনি তবে প্রায় এমন করে আমি তো বাবা বুঝিনা ৷

আহ! লোকটার কথা শুনে মন আরও দিগুন খারাপ হয়ে গেলো ৷ তার চোখে কত আশা স্বপ্ন অথচ ছেলে নেশা করে রাস্তায় রাস্তায় ঘুরে, এদের কি বিবেক নাই বাবা দিন মুজুর আর ছেলে এগুলো করে ৷

চাচা কে বুঝালাম, এখনো সময় আছে ছেলে কি করে না করে দেখেন পড়ালেখা কি করে, ভার্সিটি যান কত মার্কস পায় ৷

আসলে কিছু বাবা মা আছে তারা ছেলেদের মুখের কথাই বিশ্বাস করে, তাদের সবকিছু যাচাই করা উচিত ৷
তাদের দোষ দিয়ে কি হবে, যেসব হতভাগা বাপের টাকা নষ্ট করকে একটু দ্বিধা বোধ করেনা তাদের বেঁচে থাকার কোনও মূল্য নেই

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.