![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুদে লেখক
অন্য কেউ না..
দেশের বেশীরভাগ মেয়ে, নারীরা নির্যাতিত, ধর্ষণ হয় পারিবারিক মানুষের কাছে..
হোক সে কোনো মামতো ভাই, খালাতো ভাই ফুফাত ভাই.. বা অন্য কেউ..
ধর্ষনের দিক হিসেব করলে দেখা যায় ২০১১ সালে ধর্ষণের শিকার হয়েছিল ৩ হাজার ৭শ ৩৪ জন। সেটা বেড়ে ২০১২ সালে বেড়ে দাড়িয়েছে ৬ হাজার! এর মধ্যে ৩ বছরের শিশু থেকে শুরু করে ৫৫ বছরের বয়স্কও বাদ যায়নি. এদের কেউ হয় পুলিশের হেফাজতে ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যা করা
সারা বিশ্বে প্রতি ৬ মিনিটে একজন নারী ধর্ষণ হয় তার মধ্যে মাত্রাতিরিক্ত ধর্ষণ হয় ভারতে সেখানে নিজের বাবা, ভাই ফুফার হাতেও ধর্ষণের স্বিকার হতে হয়
ধর্ষণের এই ব্যাপকতার পিছনের অন্যতম একটি কারণ হচ্ছে, অপরাধীর শাস্তি না পাওয়া।এবং ধর্মীয় নিয়ম পালন না করা
ভারত থেকে বাংলাদেশে এটার আইন অনেক শক্তিশালী.
তবে সবাই আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায় .. তাই সবারই উচিত প্রতিটি সচেতন নাগরিকের ধর্ষণের বিরুদ্ধে মোকাবেলা করা, নচেৎ এমনও হতে পরে কাল আপনার বোন না হয় আমার বোন শ্লীলতাহানির স্বিকার হবে!!
©somewhere in net ltd.