![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
সৃষ্টির সেরা জীব তুমি
আশরাফুলমাখলুকাত,
তোমা হতে আশা করে
আঠারো হাজার জাত।
স্বপ্ন তোমার হাতের মুঠোয়
করতে পার বাস্তবায়ন,
স্বপ্ন মত কাজ করিলে
হবেই তোমার স্বপ্ন পুরন।
চাওয়ার মত চাইলে তবে
হবেই তুমি সফল,
কষ্টের মত কষ্ট করলেই
কষ্ট তোমার হবেনা বিফল।
চায় পৃথিবী তোমার কাছে
দাও উজার করে দাও,
এইতো সুযোগ হাজারো জাতীর
অন্তর কেড়ে নাও।
তুমি যদি কিছু নাহি দিতে পার
তবে তুমি কিসের মাখলুকাত?
তোমার চেয়ে অনেক ভাল তবে
ভূত পেত্নীর জাত।
মানে মানে সব_ই জান
নিজের মানে জান না?
নিজের মানে জানতে লাগে
স্বপ্ন ইচ্ছা শ্রম স্বাধনা।
স্বপ্নের মত বিশ্ব গড়তে
মোরা চালাই অভিযান,
বিজয় মোদের হবেই হবে
গাও বিজয়ের গান।
১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন প্রিয় কবি, শুভাশিস রইল।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২২
রুদ্র জাহেদ বলেছেন: চাওয়ার মত চাইলে তবে
হবেই তুমি সফল,
কষ্টের মত কষ্ট করলেই
কষ্ট তোমার হবেনা বিফল।
ছন্দে ছন্দে দারুণ