![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
জ্বলে উঠো জেগে উঠো
আর ঘুমোসনে ভাই,
গভীর রাতে আঁধার পথে
আলোর প্রদীপ নাই।
আলোর প্রদীপ যাদের হাতে
তারাই গহীন আঁধার পথে,
টাকার কাছে প্রদীপ খানী
বিক্রি গেল ভাই ,
অন্ধকারে ডুবে মরি
বাঁচার উপায় নাই।
সামনে তাকাই পিছে তাকাই
পাশেও দেখি আঁধার ঘোর,
সূর্য কখন উঠবেরে ভাই
হবে কি আর ভোর?
স্বপ্ন দেখেছি যাদের নিয়ে
তারা নিজেই আঁধার জ্বালে,
বুঝেও তবে হেলায় কেন
আসবে আলো কোন কালে?
জালানিরতো অভাব নেই
শুধুই আলোর অভাব,
আলোর প্রদীপ হাতে গেলে
পাল্টে কেন স্বভাব?
শৈশবে মোরা আলো চাই
স্লোগানে মেতেছিলে কত,
আলোর প্রদীপ হাতে পেয়ে
জ্বালিয়েছ কি তার মত?
ধিককার দাও ধিককার দাও
নিজে নিজে বদলে যাও,
আলো জ্বালাও আধার নেভাও
ন্যায়ের পথে ধাবিত হও।
হারিকেনের আলো নয়
এবার সূর্য হয়ে জ্বল,
জড় তুফান মানবে হার
আর কি চাই বল?
১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি। ভালো থাকবেন নিরন্তর, শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২১
রুদ্র জাহেদ বলেছেন: ভালোই