![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
তুমুল তান্ডবে আজ
কর ধ্বংশ, কর উৎখাত,
ভেগে ফেল এক নিমিষেই
অত্যাচারীর হাত।
শান্ত সমুদ্র উত্তাল আজ
মোদের উত্তোরনে,
শুষ্ক বৃক্ষে পাতা গজাবে
মোদের জাগরনে।
উসুল চাই, মুক্তি চাই,
চাই নিতে আজ দাদ,
শোষনকারীর দাপন করে
নেবই জয়ের স্বাদ।
উসুল ছাড়া আজকে মোরা
জ্যন্ত ঘরে ফিরবনা,
কান্তি তিলে হিসেব নেব
শপথ মোদের, নেই ক্ষমা।
হাঁসি মুখে শোষন করে
সৎ শাষনের বাহানা,
শপথ মোদের, ভাঙগবো তোদের,
ভন্ডের আস্তনা।
অধিকার যত সব রুদ্ধ কেন?
নেই কেন তার হদিস?
উতরানো তেঁজে আজ নামিয়ে দেব
কাল নাগিনীর বিষ।
মানব কলংক "অত্যাচারী"
"দুশমন" তার পরিচয়,
শুদ্ধ মানব জেগে উঠো
কাপুরুষের আজ রক্ষা নয়।
হে বলবান, হও তুপান,
ঝটপটে যাও ময়দানে,
দুশমনের শির ছিন্হ কর
মানব মুক্তির প্রয়জনে।
১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি। ভালো থাকবেন নিরন্তর, শুভ কামনা
২| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৯
রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর কবিতা
১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি হে। ভালো থাকবেন নিরন্তর, শুভ কামনা
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৫
নীলপরি বলেছেন: পড়তে ভালো লাগলো ।