নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

মনুষত্বের এ কি হাল... .. ..!

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:১৮

সামান্য ক্ষমতার জন্য এই যদি হয়

বাংলাদেশের মানুষের মনুষত্ত্বের

অবস্থা........ !

তাহলে,

কিভাবে এই অবহেলিত জাতি বিশ্বের

দরবারে নিজেদের সাধু প্রমান করে

শ্রেষ্ঠত্ব অর্জনের সংগ্রাম চালিয়ে

যাবে...........?? ..... ?

এতগুলো যুবক ১টি মেয়েকে লাঠিপেটা করে আজ ভোটকেন্দ্র হতে বের করে দিয়েছে । আর দেশটা বাংলাদেশ বলেই এটা হয়ত সম্ভব হয়েছে।

এটা সত্যিই লজ্জাকর,,,,,,,,,,

সবাই সব জেনে বুঝেও কিছু না জানার

ভান ধরে পড়ে আছে আর কেউবা

আবেগের তাড়নাড় নাছানাছি করছে ।

কিন্তু যারা ভোক্তভোগী তারা হাড়ে

হাড়ে টের পেয়েছে যে এই সব

কর্মকান্ডের জন্য আজ বিশ্বের

দরবারে আমরা কতটা হেয় এবং ঘৃণিত

জাতিতে

পরিনিত হয়েছি। আমাদের মাঝে

এখনই মনুষত্ব ফিরিয়ে না আনলে আরও

অনেক ভুগতে হবে এই জাতিকে। যার বাস্তব প্রমান হল, সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে বাংলাদেশীদের জন্য psbd license closs করে দিয়েছে ফলে ৫00 এর বেশী বাংলাদেশীকে দেশে পাঠায়ে দেয়া হচ্ছে যাদের এক এক জনের salary ৭০০০০ +

about PSBD job for bangladeshi লিখে google এ বিস্তারিত জানতে পারেন। কি হবে এই লোকগুলোর future..?

কার অপরাধের বলি হতে হচ্ছে আজ এরা...?

সরকার দুবাইকে expo20 র ভোট দেয় নাই সেই দায় কেন আজ এদের ঘাড়ে ?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.