নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

হে প্রিয় কাব্য

২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:১০

কবির কাব্য তুমি
ঘুমিয়ো না আর
অসভ্যকে সভ্য আর
কর সত্যের উদ্ধার
জেগেছিলে নজরুলে
তুমি জাগো আবার
আধারে অকালে তুমি
আলোকিত অলংকার
বন্ধ পুস্তকের গহিনে তুমি
বদ্ধ থেকো নাকো আর
দুর্বার হয়ে কর
দীপ্ত আলোর সঞ্চার
চুরমার করে দাও
আধারের যত হুংকার
খোল, খোল, খুলে দাও
আপন প্রতিভার দ্বার
ঘুমন্ত বিবেক যত
তুমি কর জাগ্রত
অবহেলিত প্রতিভাকে
প্রেরনার মাঝে কর উন্নত
খুন, ঘুম ধর্ষনে, ব্যবিচারীর বর্ষণে
আজ দুনিয়া চুরমার।
মিথ্যার হাতে আজ
সত্যকে শাষনের ভার
কোন কথা নয় তোমার
তুমি আজ কথা বল সষ্ট্রার
নয়তো আর নেই পথ
মজলুমের বেঁচে থাকার
কাপুরুষের ভীত তুমি
করে দাও ভষ্ম
স্বহৃদয়ের হৃদয়ে দাও
মাতৃত্বের উষ্ণ
শূন্যরে করে দাও
পূর্ণ জ্ঞানে সিক্ত
দিশেহারাকে করে দাও
সুপথের সন্ধানে লিপ্ত
অহংকারীর অহংকার তুমি
করে দাও চূর্ণ
পাপাচারীরর পাপ কামনা
রাখ অপূর্ণ
তুমি জেগে উঠো, জ্বলে উঠো
হও অত্যাচারীর জম
একতার ভীত গড়, ঐক্যের পানে নড়
কেড়ে নাও ব্যবিচারীর দম
হয়ে উঠো দুর্বার
গতি বেগে ঝঞ্চার
দুর্বল বাহুতে কর
শক্তির সঞ্চার
অজ্ঞানীকে দিয়ে দাও
স্বজ্ঞানের সন্ধান
আলোকিত ধরার সন্ধানে চাই
তোমার অবদান
হে প্রিয় কাব্য........
তুমি ছন্দে গদ্যে আর
সুরের মোহনায়
ঠাই নাও হৃদয়ের অতলে
অতি ক্ষুরধারায়
তোমার কালির একটু আভায়
কত জাহিল আজ সভ্যতায়
নির্জন কন্ঠে তুমি
গর্জনের ভীত, বন্দনায়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব দীর্ঘ কবিতা তবে খুব সুন্দর হয়েছে।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিকা বলেছেন, কবিতাটি খুব দীর্ঘ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০৮

বিজন রয় বলেছেন: সুন্দর।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদআপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.