নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সংঘঠন

৩০ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

মোরা মত্ত মথন নেশায়
মোরা মরদ মোদের আশায়
অনল শিখা তৃষ্ণার জল
মোদের পিপাসায়
মোরা গর্জে উঠি করি পন
চিনব যত অচিন বন
মোদের সংঘেই সংঘঠন
শুদ্ধ মোদের ক্রিয়াঙ্গন
মোরা কল্যাণের দূত
মোরা বিস্ময় , মোরা অদ্ভুত
মোরা বজ্রের হাক, মোরা মৃত্যুরর ডাক
মোরা বৈশাখী বান, মোরা তরঙ্গের কলতান
বিজয় মোদের নির্মাণ, যৌবন আপন সন্ধান
গীবতককারী.......... সাবধান........!
ইলাহির ইশারায় মোরা ইন্তেজারী
মোরা পূর্ণের কান্ডারী।
মোরা আলোর দিশারী
মোরা যৌবনের পূঁজারী
বিজয়ক্ষুদায় মত্ত মোরা অনাহারী
মোরা অকর্ণ পাপ শ্রবনে
যৌবনের যুবরাজ মোদের স্মরনে
বিমূর্ষের নেই কোন ভয়
মোরা আজ ক্ষান্ত নয়
বিজয় মোদের নিশ্চয়
বজ্রমুষ্ঠিধর মোদের পরিচয়
মোরা পড়ব যেথায়
গড়ব সেথায়
শীশা হবে মোমের মত
মোদের ভালোবাসায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৩

বিজন রয় বলেছেন: সুপার। অসাম।
+++

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.