![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
কোন জগতে এসে তুমি
কিসের কর আশা,
এই জগতে সবাই একা
কান্দে ভালোবাসা।
যতই ভালোবাস ধরা
রাখবে না তার বুকে,
সৎ কর্ম রাখবে তোমায়
দু"কূল শান্তি সুখে।
পর কালের কথা তুমি
ভুলে যদি যাও,
আজীবন বেঁচে থাকার
সাধ্য তবে দেখাও।
ভেবে দেখ মন
মরিলে এখন,
হাতেগনা কয় মিনিটেই
হবে তোর দাপন।
আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন
মানবেনাতো কেউ,
কাদা মাটির বাসর হবে
পচা দেহের ঢেউ।
এই দুনিয়ার সুখ স্বপ্ন
কোথায় যাবে চলে,
সময় থাকতে বুঝরে মন
ফেঁসো না কোন্দলে।
কোথায় রবে জমি, জমা
দালান কোঠা ঘর,
এই দুনিয়ায় সবাই একা
সবাই সবার পর।
২৯ শে মে, ২০১৬ রাত ৮:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি । ভালো থাকবেন। শুভ কামনা
২| ২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
চিক্কুর বলেছেন: প্রশংসাতে ভাসিয়ে
করবো নাকো খাটো,
আল্লাহ যেন এই প্রচেষ্টা
গ্রহণ করে নেয় গো।
২৯ শে মে, ২০১৬ রাত ৮:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, ধন্যবাদ কবি হে। আশা করি ভালো থাকবেন।
৩| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:০২
মুসাফির নামা বলেছেন: যতই ভালোবাস ধরা
রাখবে না তার বুকে,
সৎ কর্ম রাখবে তোমায়
দু"কূল শান্তি সুখে।
ওটাই আসল।+
২৯ শে মে, ২০১৬ রাত ৮:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম কবি। ঠিক কবলেছেন। আশা করি ভালো আছেন। শুভ কামনা
৪| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:০৬
কালনী নদী বলেছেন: এই দুনিয়ার সুখ স্বপ্ন
কোথায় যাবে চলে,
সময় থাকতে বুঝরে মন
ফেঁসো না কোন্দলে।
বাহ কত সুন্দরভাবেই কথাটি বললেন! অসংখ্য ভালোলাগা জানবেন ভাইটি।
২৯ শে মে, ২০১৬ রাত ৮:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার ভালো লাগাই আমার প্রেরনা। শুভ কামনা
৫| ২৯ শে মে, ২০১৬ রাত ৯:৩৩
নীলপরি বলেছেন: একদম ঠিক । খুব ভালো লাগলো । ++
২৯ শে মে, ২০১৬ রাত ১০:৪৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার ভালো লাগাই আমার প্রেরনা।
৬| ২৯ শে মে, ২০১৬ রাত ১০:১০
ডঃ এম এ আলী বলেছেন: এই দুনিয়ার সুখ স্বপ্ন
কোথায় যাবে চলে,
সময় থাকতে বুঝরে মন
ফেঁসো না কোন্দলে
এইটা সবাই বুঝতে পারলে তো
আর কোন ঝামেলাই ছিলনা জগতে ।
খুব ভাল লাগল । ভাল থাকার শুভ কামনাও
থাকল এ সাথে ।
২৯ শে মে, ২০১৬ রাত ১০:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হে। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইল।
৭| ২৯ শে মে, ২০১৬ রাত ১১:১২
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য
৩০ শে মে, ২০১৬ রাত ১২:২০
কবি হাফেজ আহমেদ বলেছেন: স্বাগতম কবি হে।
৮| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৭
কালনী নদী বলেছেন: আজকে আবার পড়ে গেলাম!
৯| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:০২
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ বিকাল ৪:১০
কালপুরুষ কালপুরুষ বলেছেন: খুব সুন্দর পদ্য