![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
জীবনের যত সুখ
যত ভালোবাসা,
তোমাতেই হোক শুরু
আর শেষ ভরসা।
তোমার আগমনে সূর্য উদয়
সোনালী ভোরের হাতছানি,
নিন্দুকের নিন্দা যত
হয়েছে সব আজ কোরবানি।
ভালোবাসি বন্ধু তোমায়
তোমাতেই রই বিভোর,
তুমি বিনে নয়া সুখ
কভু নহে প্রার্থনা মোর।
ভাবনায় তুমি, হৃদয়ে তুমি
দূরত্বে সে তা হোক যত দূর,
স্বর্গেও তুমি রবে পাশে
হয়ে মোর স্বর্গীয় হুর।
তোমাতে সুখ, তোমাতেই দেখি স্বপ্ন
তোমার ভাবনায় রই উন্মাদ,
শান্তির উদয় তোমার মাঝে
তোমাতেই অস্তের স্বাদ।
৩০ শে মে, ২০১৬ রাত ১০:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি । আপনার শাররীক উন্নতি কামনা করছি। দোয়া রইল।
২| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:১৪
নীলপরি বলেছেন: ভাবনায় তুমি, হৃদয়ে তুমি
দূরত্বে সে তা হোক যত দূর,
স্বর্গেও তুমি রবে পাশে
হয়ে মোর স্বর্গীয় হুর।
বাহ খুব সুন্দর । ++
৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন। শুভ কামনা
৩| ৩০ শে মে, ২০১৬ রাত ১১:১৭
শূণ্য মাত্রিক বলেছেন: অল্প কদিনে কিন্তু আপনার কবিতার ভক্ত হয়ে গেছি ভাই।
৩১ শে মে, ২০১৬ রাত ১২:৩৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার মন্তব্য আমাকে অনেক বেশী অনুপ্রাণিত করল। হ্যাপি ব্লগিং
৪| ০২ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৩
রবিদ্বীপ্ত সরকার বলেছেন: অসাধারণ কাব্যশৈলী, দারুণ ঘাতপ্রতিঘাত। শুভেচ্ছা রইলো প্রিয় কবি।
০৩ রা জুন, ২০১৬ রাত ১২:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মন্তব্যে অনেক উৎসাহিত হলাম। অসংখ্য ধন্যবাদ কবি হে।
৫| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:৩৭
মুসাফির নামা বলেছেন: এত ভালোবাসা! স্বার্থক হোক।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:১৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন, শুভ কামনা রইল।
৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:০৭
চিক্কুর বলেছেন: তোমার আগমনে সূর্য উদয়
সোনালী ভোরের হাতছানি,
নিন্দুকের নিন্দা যত
হয়েছে সব আজ কোরবানি।
আপনার ছন্দগুলো চমৎকার।
০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:১৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে। কবি হে।
৭| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৫
কালনী নদী বলেছেন: তুমি-ময় কবিতা অসাধারণ হয়েছে ছোট সরকার। লেখাতে ভাল লাগা জানবেন অসীম!!
০৫ ই জুন, ২০১৬ দুপুর ২:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইল।
৮| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল অনেক শুভেচ্ছা কবিকে
০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা আমার প্রেরনা যোগাল। অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন, শুভ কামনা
৯| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:২৪
সিক্ত শ্রাবণ বলেছেন: খুব সুন্দর।
১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবিরাজ ভাইয়ু।
ভালো থাকবেন, শুভকামনা
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৬ রাত ১০:১২
ডঃ এম এ আলী বলেছেন:
তোমাতে সুখ, তোমাতেই দেখি স্বপ্ন
তোমার ভাবনায় রই উন্মাদ,
শান্তির উদয় তোমার মাঝে
তোমাতেই অস্তের স্বাদ
অনেক ভাল লাগল কবিতাখানি ।
সাথে ভাল থাকার শুভ কামনা ।