নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রবাসী

০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:০৭

প্রিয় মুখশ্রীর এক ছ্যতলা হাসির তত্ত্বে
দরিদ্রতার ক্লান্ত লোচন যখন গোধূলির ঐ দূর প্রবাসে,
লৌ আবাসে মানব মুখোশে নেকড়েগুলো তখন
হিংস্র দানবের রুপ ধারন করে ওত পেতে রয়।
আর জগৎ পূজারী
রক্ত পিপাসু জলৌকার পানাহার হয়ে উঠে অহরহ।
এখানে দিন দুপুরে ভূলুণ্ঠিত হয় মানবতা।
ঐ আকাশ চুম্বী নিখিল প্রসাদের ইন্দ্রজাল যেই লোহিত রক্তে বিনির্মিত,
সেই ভৃত্য নামের সুখ পাখিদের কচি পালকের ক্ষয় এখানেই।
কানুনের অন্ধ চাদরে ঢাকা সভ্য মস্তিষ্কের হুংকার,
আর নরক বেষ্টনীতে ঢাকা পড়ে জীবনের সমস্ত আহলাদ।
বিচিত্র অচলার নিখিল অট্রালিকার ভীড়ে প্রজাপতির পাখনায়
একফোঁটা সুখের সন্ধানেই ঘটে যায় জীবনের ইস্তফা।
ভিনদেশী প্রভুদের অনাবিল সুখ বিনির্মাণ-ই যখন ধর্ম,
তখন জীবনের হিসেব কষতে বিজ্ঞানীর সূএ নীরব।
চৈএের খরতাপে উত্তপ্ত মরুর ক্রুদ্ধ বালিকনার সংক্রামণে
নগ্ন চামড়া বিলীন জীবাণুর স্বর্গরাজ্যে।
প্রবাসীরর হাড়ের রস নির্গত হয়
কংক্রিটের প্রতিটি জোড়ায়, জোড়ায়।
পাষাণ্ড সুখ তবুও দেয়না ধরা,
প্রিয়জনের মুখে ফুটেনা হাসির লেশ,
হয়না প্রয়োজনেরর শেষ।
জগতের দু"দিক হতেই ধর্ষিত এরা।


মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: অসস্ভব ভাল লাগার কবিতা । শব্দমালার চয়ন এবং সেগুলিকে কবিতায় প্রয়োগ শৈলীতে রয়েছে যথেস্ট মুন্সিয়ানার ছাপ । কবিতায় ভাবের হয়েছে কাব্যিক প্রকাশ , দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে টেনে আনা অপ্রাসংগিক শব্দের নাই সমাহার যা প্রায় আধুনিক অনেক কবিতা সদৃশ্য রচনায় দেখা যায় । এক কথায় অসাধারণ হয়েছে কবিতাটি ।
ভাল থাকুন এ শুভ কামনা রইল ।

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি। আপনার মন্তব্যে আমি সত্যিই অনুপ্রাণিত হলাম। শুভ কামনা

২| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫১

কালনী নদী বলেছেন: অসাধারণ কবিতা কবি!
প্রবাসিদের দু:খ-কষ্ঠ কবিতার আকারে ফুঠে উটেছে!!
লেখাতে +++++

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়ু। আপনার আগমনে আমার ব্লগ আরও পরিপূর্ণতা লাভ করেছে। ভালো থাকবেন। শুভকামনা

৩| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৬

সরকার আলমগীর বলেছেন: অসাধারণ লাগল হাফেজ দা

০৫ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভ কামনা রইল।

৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি । শুভ কামোনা ও ভালোবাসা জানবেন।

৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৯

ডঃ এম এ আলী বলেছেন: এসেছিলাম দেখতে নতুন কিছু আছে কিনা, নতুন না পেলেও এটা হতেই নিয়ে গেলাম আরো কিছু কাব্যরস আহরণ করে:
প্রিয় মুখশ্রীর এক ছ্যতলা হাসির তত্ত্বে
দরিদ্রতার ক্লান্ত লোচন যখন গোধূলির ঐ দূর প্রবাসে,
লৌ আবাসে মানব মুখোশে নেকড়েগুলো তখন
হিংস্র দানবের রুপ ধারন করে ওত পেতে রয়।

ভাল থাকার শুভেচছা রইল ।

০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।

৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১৮

প্রামানিক বলেছেন: অসাধারণ কবিতা। ধন্যবাদ

০৬ ই জুন, ২০১৬ রাত ৯:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হে। ভালো থাকবেন, শুভ কামনা থাকল।

৭| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবি

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা আমার প্রেরনা যোগাল। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন প্রিয় কবি। , শুভ কামনা।

৮| ১০ ই জুন, ২০১৬ ভোর ৪:২৭

কল্লোল পথিক বলেছেন:



চমৎকার কবিতা।

১০ ই জুন, ২০১৬ ভোর ৬:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি। ভালো থাকবেন। শুভ কামনা রইল।

৯| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪১

সোজোন বাদিয়া বলেছেন: "প্রবাসীরর হাড়ের রস নির্গত হয়
কংক্রিটের প্রতিটি জোড়ায়, জোড়ায়।
পাষাণ্ড সুখ তবুও দেয়না ধরা,
প্রিয়জনের মুখে ফুটেনা হাসির লেশ,
হয়না প্রয়োজনেরর শেষ।
জগতের দু"দিক হতেই ধর্ষিত এরা।"

- পুরো কবিতাটিই গভীর অনুভূতিতে পরিপূর্ণ। তবুও শেষের কয়টি লাইন উদ্ধৃত করার লোভ সামলাতে পারলাম না। ভাল থাকুন, লিখে যান।

১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: পড়ে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ু। আপনার আগমনে আমার ব্লগ আরও পরিপূর্ণতা লাভ করেছে। ভালো থাকবেন। শুভকামনা

১০| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৩৭

কালনী নদী বলেছেন: আবার আসলাম ভাইয়া আপনার এই কবিতা পরখ করতে---
চৈএের খরতাপে উত্তপ্ত মরুর ক্রুদ্ধ বালিকনার সংক্রামণে
নগ্ন চামড়া বিলীন জীবাণুর স্বর্গরাজ্যে।
প্রবাসীরর হাড়ের রস নির্গত হয়
কংক্রিটের প্রতিটি জোড়ায়, জোড়ায়।
পাষাণ্ড সুখ তবুও দেয়না ধরা,
প্রিয়জনের মুখে ফুটেনা হাসির লেশ,
হয়না প্রয়োজনেরর শেষ।
জগতের দু"দিক হতেই ধর্ষিত এরা।

আপনি মনের কথা কবিতায় ফুঠিয়ে তুলতে অসাধারণ কারিগড়!!! অনেক ানেক শুভ কামনা রইল সাথে এইবার এটাকে সংগ্রহেও নিলাম।

১০ ই জুন, ২০১৬ রাত ১০:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া , আপনি একজন অসাধারন ব্যক্তি এবং সাহিত্যিক আর তাই আপনার কাছে কবিতাটি অসাধারন । আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.