নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

গুপ্ত স্বাধীনতা //সনেট কবিতা ০২//

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

হে মহাবীর, হে প্রিয় শহীদি আত্মারা,
যেই মানচিত্র তোমাদের রক্তে গড়া,
তাতে ধর্মভীরু পরে হাতে হাত কড়া,
দেখে যাও মজলুম কত দিশেহারা।
দুষ্কার্য উত্তরণে কত মন মা হারা,
ভাস্কর্য বিস্ফোরণে অর্চনা ছন্নছাড়া,
আহার্যের আস্ফালনে ভুগি অন্নপীড়া,
অনার্যের শোষনে স্বস্তিরা বেপোয়ারা।

নির্মম বিচারের বাণী কাঁদে অযথা,
নষ্টামি পেয়েছে ষোল আনা স্বাধীনতা,
তবে কি আজ শহীদি রক্ত যাবে বৃথা..!
কু-শাসনে, কু-ভাষণে, গুপ্ত স্বাধীনতা,
জ্বলে উঠো, জেগে উঠো দাও সু-প্রথা,
আজও পাইনি মোর বাক-স্বাধীনতা।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: হে মহাবীর, হে প্রিয় শহীদি আত্মারা,
যেই মানচিত্র তোমাদের রক্তে গড়া,
তাতে ধর্মভীরু পরে হাতে হাত কড়া,
দেখে যাও মজলুম কত দিশেহারা
কম্পিউটার অন করেই পেলাম সুন্দর কবিতা ।
খুব ভাল লাগল সত্যি কথাগুলিই উঠে এসেছে
কবিতায় মুর্ত হয়ে ।
ভাল থাকুন কবি এ কামনাই করি ।

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে আমার প্রান প্রিয় কবি। কেমন আছেন জানাবেন। ভালো থাকবেন, শুভ কামনা রইল।

২| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

বিজন রয় বলেছেন: কঠিন কবিতা।

শুভসন্ধ্যা।

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও শুভসন্ধ্যা।
অনেক দিন পর আমার ব্লগে আপনাকে দেখে খুবই আনন্দিত হলাম। শুভকামনা ও ভালোবাসা জানবেন কবি।

৩| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । আল্লার রহমতে ভাল আছি । দোয়া থাকল ।

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুভকামনা ভাইয়া। :)

৪| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

কল্লোল পথিক বলেছেন:





সুন্দর কবিতা।
সংগ্রামী সালাম নিবেন।

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে হে প্রিয় কবি। আপনার অসাধারন মন্তব্যে আমি অনুপ্রানিত। আপনাকেও জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। ভলো থাকবেন, শুভ কামনা থাকল কবি।

৫| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বিজন রয় বলেছেন: একটু ব্যস্ত আছি আজকাল।

১০ ই জুন, ২০১৬ রাত ৮:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: দোয়া করি আপনার ব্যস্ততা যেন সুফল বয়ে আনে। শুভ কামনা।

৬| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:৩৭

বিদ্যুৎ বলেছেন: ধন্যবাদ সুন্দর কবিতার জন্য। কোথাও স্বাধীনতা নেই এখন। কিছু লিখলেই নোটিশ করে অথচ সব সত্য। তারপরও থামতে চাই না। তবে বাক স্বাধীনতা নেই বলেই সবার লেখায় ধার বেড়েছে। আপনার খুড় ধার লেখনীর জন্য আবারও ধন্যবাদ।

১০ ই জুন, ২০১৬ রাত ৮:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম এবং সর্বদা আমন্ত্রিত মেহমান। আপনার ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করেছে। কবিতাটি পড়ে কমেন্টস করার জন্য আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও সংগ্রামী সালাম। ধন্যবাদ, শুভ কামনা থাকল।

৭| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৩৩

কালনী নদী বলেছেন: নির্মম বিচারের বাণী কাঁদে অযথা,
নষ্টামি পেয়েছে ষোল আনা স্বাধীনতা,
তবে কি আজ শহীদি রক্ত যাবে বৃথা..!
কু-শাসনে, কু-ভাষণে, গুপ্ত স্বাধীনতা,
জ্বলে উঠো, জেগে উঠো দাও সু-প্রথা,
আজও পাইনি মোর বাক-স্বাধীনতা।

মাশাআল্লাহ কবিতাথে আপনার হাত অসাধারণ একদিন এই জগতে আপনি রাজ করবেন ভাইয়া।
দড়ে রাখেন লিখার অভ্যাস সবসময় এই কামনা রইল।

১০ ই জুন, ২০১৬ রাত ১০:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া আপনার দোয়া কামনা করছি। আপনার মন্তব্যে অনেক খুশি হলাম। ধন্যবাদ এবং ভালবাসা জানবেন। শুভ কামনা

৮| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৮

নীলপরি বলেছেন: কঠিন কথাগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে লিখেছেন । ভালো লাগলো ।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগায় আমি অত্যান্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। ভালো থাকবেন। শুভ কামনা রইল।

৯| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষয়বস্তুর বিচারে লিখেছেন ভালো, তবে ছন্দ বিন্যাসটা যথাযথ মনে হয়নি । পর্ব আকারেও সাজাতে হবে, অষ্টকের দ্বিতীয় অংশে প্রশ্নবোধক বাক্যও বাঞ্ছনীয় ।

১২ ই জুন, ২০১৬ ভোর ৬:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবি হে অষ্টকের দ্বিতীয় অংশে প্রশ্নবোধক বাক্য বাঞ্ছনীয় নয়।
লিখাতো সনেট তো শুরু করেছি , উন্নতির জন্য আপনার দোয়া প্রার্থী।
হুম, ছন্দ বিন্যাসের উন্নতি দরকার চিল ঠিক তবে অন্ত মিল সম্পূর্ণ সনেটের ফর্মুলায় হয়েছে।
পর্ব আকারেও সাজাতে হবে বলতে কি বুঝিয়েছেন কবি?
৪+৪=৮, ৩+৩=৬, ৮+৬=১৪


আমার ব্লগে আমার আরও সনেট আছে। পড়ার আমণ্ত্রণ রইল।
আশা করি আপনার আইডিয়ার ব্যখ্যা দিবেন।
আপনার কনসেপ্টের ক্লিয়ার ব্যখ্যা পেলে আমি অনেক উপকৃত হতাম ভাইয়া।

এতো কষ্ট করে নিখুতভাবে পড়ে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন, শুভ কামনা

১০| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:২০

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লিখেছেন।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন, শুভ কামনা

১১| ১২ ই জুন, ২০১৬ রাত ১২:১৭

মুসাফির নামা বলেছেন: সনেটে শুধু আপনাকেই পাই,অনেক ভালো লাগা রইল।

১২ ই জুন, ২০১৬ সকাল ৮:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক দিন পর আমার ব্লগে আপনার আগমনে আমি সত্যিই খুব আনন্দিত। ভালোবাসা জানবেন ভাইয়ু, শুভেচ্ছা নিরন্তর ।

১২| ১২ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

কালনী নদী বলেছেন: হে মহাবীর, হে প্রিয় শহীদি আত্মারা,
যেই মানচিত্র তোমাদের রক্তে গড়া,
তাতে ধর্মভীরু পরে হাতে হাত কড়া,
দেখে যাও মজলুম কত দিশেহারা।
দুষ্কার্য উত্তরণে কত মন মা হারা,
ভাস্কর্য বিস্ফোরণে অর্চনা ছন্নছাড়া,
আহার্যের আস্ফালনে ভুগি অন্নপীড়া,
অনার্যের শোষনে স্বস্তিরা বেপোয়ারা।
খুব সুন্দর আবারও পড়ে গেলাম আপনার প্রবিত্র কবিতা!!!
ইফতারের দাওয়াত রইল আছি আমি সময় স্বল্পতায়।

১২ ই জুন, ২০১৬ রাত ৯:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়ু। ইফতারের দাওয়াত আপনাকেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকেন। শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.