নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

নিজেকে বদলাও

১৪ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৭

ভেঙ্গে ফেল, ভেঙ্গে ফেল
রুদ্ধ করা দ্বার,
একতার সংগ্রামেতে বদ্ধ হয়ে
জাগিবে জাগিবে আবার।

ফুটপাতের আনাচে কানাচে
কত শত অনাহারী,
সীমান্তে রাত দুপুরে
চলছে কি কান্ডারী !

বিধাতার দেওয়া কষ্টে গড়া
মেধা লেগেছে কি ঠিক কাজে?
মায়ের দোয়া বাবার কষ্ট
সব যাবে কি আজ বাজে?

বিধাতার কাছে ফরিয়াদে তোর
এই ছিল কি আশা?
অর্থের লোভে বিবেক বিক্রি
ভুলে গেলি সেই ভাষা।

খাদ্যে ভেজাল, কথায় ভেজাল
চলার পথে আরও ভেজাল,
দাউ দাউ জ্বলে উঠেছে অগ্নি শিখা
ফেরিয়ে গেছে সেই কাল।

বিবেকের দ্বারে কুড়াল মারো
নিজের পায়ে নয়,
নিজের পায়ে মারতে গেলে
এই পরিণাম হয়।

আজিকে তবে সেচ্ছার হই
জব্দ করি ভুলভ্রান্তি,
নিজ নিজ দায়িত্বে জাগলে তবে
আসবেনা কোন ক্লান্তি।

নিজের আগুন নিজেই জ্বালাও
দাউ দাউ দহনে ভুল কর সব ছাই,
নিজের বদল আগে ঘটাও
না হয় শান্তি নাই।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: নিজের আগুন নিজে জ্বালাও
দাউ দাউ দহনে ভুল কর সব ছাই,
নিজের বদল আগে ঘটাও
না হয় শান্তি নাই।


সুন্দর হয়েছে। শুভকামনা।

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা

২| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১০

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার কবিতা।
কবিতায়+++++++

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হে। প্রিয় কবির কাছ থেকে পাওয়া প্রশংসায় আমি আনন্দিত।
ভালো থাকবেন, শুভকামনা থাকল।

৩| ১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

েমাঃ নূরুজ্জামান বলেছেন: ভাল লাগলো। পরামর্শ বানান ও ছন্দের ব্যাপরে আরো যত্নবান হতে হবে।

১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম চার বছর আগের লিখা আজ পোষ্ট করলাম। বানান স্পষ্ট করে শব্দের উল্লেখ করে বললে ভালো হত।
ধন্যবাদ প্রিয় ভাইয়া।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভেচ্ছা নিরন্তর

৪| ১৪ ই জুন, ২০১৬ রাত ৮:১৩

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

১৪ ই জুন, ২০১৬ রাত ৯:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা :)

৫| ১৪ ই জুন, ২০১৬ রাত ৯:১০

বিজন রয় বলেছেন: বিধাতার কাছে ফরিয়াদে তোর
এই ছিল কি আশা?
অর্থের লোভে বিবেক বিক্রি
ভুলে গেলি সেই ভাষা।

আজাকাল মানুষের বিবেক বলে কিছু আছে।
কবিতার মেসেজে বাস্তব চিত্র ফুটে উঠেছে।
++++

১৪ ই জুন, ২০১৬ রাত ১০:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি।
আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত। ভালোবাসা জানবেন ভালো থাকবেন দাদা, শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৩৯

কালনী নদী বলেছেন: বিধাতার কাছে ফরিয়াদে তোর
এই ছিল কি আশা?
অর্থের লোভে বিবেক বিক্রি
ভুলে গেলি সেই ভাষা।


খুব সুন্দভাবে কবিতাথে আপনার ম্যাসেজ ফুটে উঠেছে! ছোটে সরকার। আমি বলেছিলাম না আপনি রাজ করবেন। সেজন্য আরো অনেক পথ যেতে হবে। আল্লাহ তায়ালা আপনার সহায় হোন ভাইয়া।

কবিতাটি সংগ্রহে নিলুম :)

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আহলান সাহলান, মাহে রমাদান।
প্রিয় ভাইয়া আপনার মন্তব্যে আমি দারুন উৎসাহিত হলাম।
আপনার দোয়া যেন মহান রব কবুল করে নেয়।
হৃদয়ের গভীর হতে অজস্র ভালোবাসা জানবেন। শুভকামনা আপনার জন্য।

৭| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৩৭

কালনী নদী বলেছেন: ইংরেজিতে একটা সুন্দর প্রভার্ব আছে ভাইয়া- that is write for the sake of god!!

কথাটা মাথায় রেখে আপনি লিখতে থাকেন.. . .
আপনাকেও অসংখ্য ধন্যবাদ-- দ্রুত প্রতিউত্তরের জন্য :)

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম,
we can't forget him who created us. so, any how we should remember his rules before doing anything but we are sinner ... oh Allah forgive us

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

৮| ১৫ ই জুন, ২০১৬ রাত ৩:০৪

কালনী নদী বলেছেন: May allah bless us like rains!

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: yes bro.... i hope so and i pray to him for his mercy.

৯| ১৫ ই জুন, ২০১৬ সকাল ৯:২২

সিক্ত শ্রাবণ বলেছেন: অনবদ্য ।

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়ু।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা আপনার জন্য।

১০| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১৮

ঘটক কাজী সাহেব বলেছেন: আজিকে তবে সেচ্ছার হই
জব্দ করি ভুলভ্রান্তি,
নিজ নিজ দায়িত্বে জাগলে তবে
আসবেনা কোন ক্লান্তি।

চার বছর আগে লেখা। সুন্দর কবিতা, ভালো থাকুন কবি সব সময়।

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে।
শুভ কামনা থাকল।

১১| ১৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮

আরণ্যক রাখাল বলেছেন: ভাল্লাগে নাই বস।
ছড়া পড়ার মজাই আলাদা। যে বিষয়েই হোক
এটায় পাই নাই

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করব ভালো লিখার জন্য।
দোয়া করবেন। ভালো থাকবেন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
শুভ কামনা

১২| ১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালো হয়েছে। শুভকামনা রইলো।

১৫ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি হে....!

ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে।
শুভ কামনা থাকল।

১৩| ১৫ ই জুন, ২০১৬ রাত ৮:১৫

সামিয়া বলেছেন: চমৎকার

১৬ ই জুন, ২০১৬ সকাল ৮:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা আপনার জন্য।

১৪| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর, মুগ্ধকরা কবিতা।

১৭ ই জুন, ২০১৬ রাত ৯:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ভালো থাকবেন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.