নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অগোচরে

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৮



ছবি: সূত্র ইন্টারনেট


[এক]

কোন সে আনাগোনায়
আর কার ইশারায়
রঙ্গ রসে মত্ত থেকে,
আমার অবকাশ লগ্নে
তুমি পরিশ্রান্ত।
সব-ই অগোচরে,
তোমার সুখ যদি হয়
ঐ ফাগুনে
আমি তা মেটাতে অপারক।
তবে তুমি যাও হেটে
নগ্ন পায়ে, উদাসী চিত্তে,
যাও যত পথ গিয়ে তোমার সুধা মেটে,
আমার অপেক্ষায় থেকোনা
ফাগুন তোমার প্রতিক্ষায়।
যাও তুমি ডুবে থাক
ফাগুন বেলায়,
প্রভাতী সুরের মূর্ছনায়।
যেখানে নৃত্যের তালে
বেজে উঠে নব আহলাদ।

[দুই]

ভালো থেকো চাঁদ তারা, শুকতারা
ভালো থেকো জোৎসনারা ।
ভালো থেকো হে রাতের আকাশ, জোনাকিরা
ভালো থেকো ভোরের দূর্বাঘাসে চুম্বনসিক্ত শিশির কণা,
মেঘলা দুপুরে রোদলা আভায় উড়ন্ত বলাকারা
ভালো থেকো।
শুধু কালবৈশাখী তুমি আমার হয়ে রও
তবুওতো মিলবে সঙ্গী একজনা।

[তিন]
গিয়ে যদি হারিয়ে যাও পথ ভুলে
যদি সুখ নাহি পাও
তবে ভেবে নিও,
ফিরে এসে পাবে কী আমায়..!
রবে কি একটুও পদচিহ্ন এই দুনিয়ায়..!
সেদিন হয়ত দু"কূল হারানো তুমি
খুলে আঁখিপাত
বিনিন্দ্রভরে দেখবে কুয়াশার প্রভাত।
হয়ত পাবে তুমি
খোলা আকাশের নীচে মৃত্তিকার রশ,
তবে পাবে না আমায়
কোথাও না,
যদি সন্ধা নেমে আসে।

[চার]

নাকি সময় রবেনা তোমার
ফিরে দেখার
যদি ফাগুনের সুখ যায় মিলে।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৭

কল্লোল পথিক বলেছেন: ভালো থেকো চাঁদ তারা, শুকতারা
ভালো থেকো জোৎসনারা ।
ভালো থেকো হে রাতের আকাশ, জোনাকিরা
ভালো থেকো ভোরের দূর্বাঘাসে চুম্বনসিক্ত শিশির কণা,
মেঘলা দুপুরে রোদলা আভায় উড়ন্ত বলাকারা
ভালো থেকো।
শুধু কালবৈশাখী তুমি আমার হয়ে রও
তবুওতো মিলবে সঙ্গী একজনা।


চমৎকার কবিতা।

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি।
ভলোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

২| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

সিনিয়ার মোফিজ বলেছেন: অসংখ্য ধন্যবা।

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।

ভালো থাকবেন, শুভকামনা

৩| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৭

শায়মা বলেছেন: সবগুলোই গান গান সুন্দর ভাইয়া!:)

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম কবিতা হতেই গানের জন্ম। এটি কিন্ত কবিতাই লিখেছি গান নয়।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ভালো থাকবেন, শুভকামনা

৪| ১৬ ই জুন, ২০১৬ রাত ৯:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন: ভালো লেগেছে তিনটাই ।

১৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আমার ব্লগে আপনাকে স্বাগতম এবং সর্বদা আমন্ত্রিত।
ভালো থাকবেন, শুভ কামনা

৫| ১৭ ই জুন, ২০১৬ রাত ৩:১২

ডঃ এম এ আলী বলেছেন: নাকি সময় রবেনা তোমার
ফিরে দেখার
যদি ফাগুনের সুখ যায় মিলে

অসাধারণ ভাল লাগার কবিতাগুচ্ছ ভা্‌ইয়া ।
ভাব ও ছন্দগাথায় মিলেমিশে একাকার হয়ে
গেছে কবিতার আবহ ।

কবিতা পাঠে মনে হল
ফাগুনের সুখ ও যাবেনা মিলিয়ে
সেই সাথে সময়ও থাকবে অপার
তব পাশে বারে বারে ফিরে আসবার ।

১৭ ই জুন, ২০১৬ ভোর ৫:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: তাই যেন হয় প্রিয় কবি।
কবিতাগুচ্ছ পড়ে মূল্যবান মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়ু। ।
শুভকামনা , ভালোবাসা রইল, শুভেচ্ছা নিরন্তর। ।

৬| ১৮ ই জুন, ২০১৬ রাত ১২:০৪

কালনী নদী বলেছেন: কোন সে আনাগোনায়
আর কার ইশারায়
রঙ্গ রসে মত্ত থেকে,
আমার অবকাশ লগ্নে
তুমি পরিশ্রান্ত।
সব-ই অগোচরে,
তোমার সুখ যদি হয়
ঐ ফাগুনে
আমি তা মেটাতে অপারক।
তবে তুমি যাও হেটে
নগ্ন পায়ে, উদাসী চিত্তে,
যাও যত পথ গিয়ে তোমার সুধা মেটে,
আমার অপেক্ষায় থেকোনা
ফাগুন তোমার প্রতিক্ষায়।
যাও তুমি ডুবে থাক
ফাগুন বেলায়,
প্রভাতী সুরের মূর্ছনায়।
যেখানে নৃত্যের তালে
বেজে উঠে নব আহলাদ।


অসাধারণ কবি।।।

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হে প্রিয় ভাইয়ু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার আগমনে আমি আনন্দিত এবং উৎসাহিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে।

৭| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:০০

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধন্যবাদ ।

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: শুভকামনা ভাইয়া।

৮| ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

নীলপরি বলেছেন: সবগুলোই ভালো লাগলো। ++

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভেচ্ছা নিরন্তর।

৯| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪০

খায়রুল আহসান বলেছেন: দুই নম্বরটা বেশী ভালো লেগেছে।

২৪ শে জুন, ২০১৬ রাত ১০:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি। আপনার ভালো লাগায় আমি আনন্দিত এবং উৎসাহিত। ভালো থাকবেন , শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.