নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

প্রহরী

১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২৬

এই নিখিল রজনী একলা আমার,
গোধূলির ঐ দূর আকাশের শশী তারা সবই যেন আমার,
দ্বী-প্রহর রজনীতে এই অন্ধকার গলির সরকার যেন শুধুই আমি,
ঐ ল্যামপোষ্টের শ্যাঁওলাবৃত খুটিগুলো আমার নিকট আত্মীয়।

সীমান্তের ঐ আবছা আলোর বাতিগুলো আমার অতি আপনজন,
নিঝুম রাতে তন্দ্রাচ্ছন্ন আধাঁর পৃথিবীর চোখ ফাকি দিয়ে
ওরা আমায় সঙ্গ দেয়, সঙ্গ দেয় রাতভর।
সোডিয়ামের আলোয় নিজেকে তখন আর একলা মনে হয়না।
ওরা আমার বন্ধু বটে !

জগৎ মাতা আজ মাতাল ঘুমে বিভোর,
তার সমস্ত আস্তা এই প্রহরী।
আর আমি প্রহরীর স্মৃতির ক্যানভাসে অনাহারি ঐ কুকুরটি,
ফেলানিকে বাঁচাতে গিয়ে তার আর ফেরা হয়নি সেদিন।
চিরতরে ডুবে গেছে নয়নের দীপ্ত রবি।

কুকুরটিই ছিল প্রকৃত মুক্তিযুদ্ধা,
মৃত্যু উপত্যাকায় এমন অজস্র যুদ্ধার মেলেনি সার্টিফিকেট,
অথচ ঐ প্লাটোনিক সত্তার দাপনে কুকুর স্বভাবে মানব মুখোশে
অনেকেই নিচ্ছে জাল দলিলের সুবিধা।

হৃদয় হাঁসফাঁস করে কলিজার প্রতিটি পরতে পরতে চিড়চিড় করে উঠে
না জানি কুকুরটির ন্যায় অগোচরে মরে পচে মাটি হতে হয় !

ঐ নান্দনিক ইমারাত আমাকে রাস্তায় ঠেলে দিয়েছে,
আপন রক্ত বেঈমানী করেছে,
তবে জগত মাতার আস্তা শুধুই আমি।

এই গভীর জঙ্গল আমাকে ঠাই দিয়েছে,
দিয়েছে অফুরন্ত ভালোবাসা।
তার কোমল বক্ষের পরশে আজ ফেলছি স্বস্তির নিঃশ্বাস।

তাই সশ্রদ্ধভরে নিরাপত্তার দূত হয়ে,
শত্রুর কামানের সম্মুখে
এই নিশি গভীরে রই সদা প্রস্তুত,
বুকের তজা রক্ত ঢেলে লিখে দিতে
"হে ঘুমন্ত জগৎ মাতা আমি তোমায় ভালোবাসি"।

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:৩৭

বিজন রয় বলেছেন: শ্যাওলাবৃত.....শ্যাঁওলাবৃত।

"হে ঘুমন্ত জগৎ মাতা আমি তোমায় ভালোবাসি"।

এই মাতা কি বসুন্ধরা?

১৮ ই জুন, ২০১৬ রাত ১০:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: সারা জগৎ এর মা হল বঙ্গভূমি। তবে, বসুন্ধরার সাথে সম্পর্ক রয়েছে দাদা ভাই, এখানে একটু বড় ব্যাখ্যা আছে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শ্যাঁওলাবৃত...হুম ঠিক ধরেছেন প্রিয় কবি।

ভালো থাকবেন, শুভকামনা।

২| ১৮ ই জুন, ২০১৬ রাত ৯:০২

অপরিচিত সেই আমি বলেছেন: খুব সুন্দর কবিতা!

১৯ শে জুন, ২০১৬ ভোর ৬:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি।
আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত। ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ১০:২৬

কল্লোল পথিক বলেছেন:




সুন্দর কবিতা।
ভালো লেগেছে।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৭:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি। ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

৪| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:২২

কালনী নদী বলেছেন: কুকুরটিই ছিল প্রকৃত মুক্তিযুদ্ধা,
মৃত্যু উপত্যাকায় এমন অজস্র যুদ্ধার মেলেনি সার্টিফিকেট,
অথচ ঐ প্লাটোনিক সত্তার দাপনে কুকুর স্বভাবে মানব মুখোশে
অনেকেই নিচ্ছে জাল দলিলের সুবিধা।


হায় হায়, আপনিতো আমার ভাবনাকেও ছাড়িয়ে যাচ্ছেন!!! মহাকবি রূপে এ কার আবির্ভাব????

আপনি সবার টনক নাড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ----- এমনিকরে সবসময় সত্য ও ন্যায়ের পথে চলবে আমার লক্ষি ভাইয়া :)

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া ।
আপনার মন্তব্যে আমি অবাক এবং আনন্দিত হই । ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন ভাই , দোয়া ককরবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ কারিম।

৫| ১৯ শে জুন, ২০১৬ রাত ১২:২৬

রায়হানুল এফ রাজ বলেছেন: ভালো লিখেছেন। শুভকামনা রইল।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ব্লগে স্বাগতম। আপনি সর্বদা আমার ব্লগে আমন্ত্রিত। শুভকামনা

৬| ১৯ শে জুন, ২০১৬ রাত ২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । কবিতার অর্থ বেশ গভীর উজ্জ্বল । ভাল লেগেছে ।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৩১

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি।
আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত। ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

৭| ১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৭

একনীল বনসাই বলেছেন: মন ছুয়ে গেল সব গুলো কবিতা।
ভালোবাসা জানবেন কবি।

২০ শে জুন, ২০১৬ রাত ১২:০৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি।
ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

৮| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৫:০১

খায়রুল আহসান বলেছেন: কবিতার ভাব এবং আবেগ ভালো লেগেছে। তবে এতে প্রচুর বানান ভুল রয়েছে, যা দৃষ্টিকটু। শুদ্ধ বানানের প্রতি আরেকটুন নজর দিয়ে কবিতা পোস্ট করবেন বলে আশা রাখি।

২০ শে জুন, ২০১৬ রাত ৯:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভাইয়ু, বেশী শুদ্ধ দিলে ইঁদুরে কামড় মারার ভয় থাকে তাই ইচ্ছে করেও অনেক সময় পোষ্ট দেইনা। সেই পূর্বে আমার প্রকাশিত বই হতে পোষ্ট করি।
ভালো থাকবেন, শুভকামনা।

৯| ২১ শে জুন, ২০১৬ রাত ১২:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: চমৎকার লেখনী ।

২১ শে জুন, ২০১৬ সকাল ৮:০৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়ু।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা আপনার জন্য।

১০| ২৬ শে জুন, ২০১৬ রাত ১১:১৯

মুসাফির নামা বলেছেন: দারুণ লিখেছেন।

২৮ শে জুন, ২০১৬ সকাল ৯:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইটি, ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে, শুভ কামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.