![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
জ্ঞানে গুনে বুদ্ধিতে কেউ
নেই তো কভু পিছে,
হার মানার এই স্বভাবটুকু
নেই যে নেতার কাছে।
ইনোসেন্টের ব্রেন ওয়াশ
করে নিল জঙ্গীরা,
নেতার ব্রেনও ওয়াশ দিল
ভিন দেশী সঙ্গীরা।
আবল তাবল বলে বেড়ায়
নেইতো ভাবার খবর,
মিথ্যাপুঁজি নিয়ে জেতার
নেই যে তাহার সবর।
মিথ্যা সব-ই সত্য বলে
যুক্তি দেখায় ভন্ডরা,
হিংসা, গর্বে, লোভে যেন
ওদের সারা মন ভরা।
ওদের জয়ে হারবে জাতি
সত্য কথা, সত্য তা,
যাদের হারে জিতবে জাতি
কর ওদের খর্বতা।
আপন স্বার্থের আগে যদি
স্বার্থ দেখ ভূ-চিত্রের,
তবেই হবে সূর্য উদয়
বলাকারা ফিরবে ফের।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৩:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই আমার। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা
২| ০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪২
কালনী নদী বলেছেন: শিরোনামটা ভয়ঙ্কর।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৩:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা তাই নাকি ভাইয়া?
৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৬
বিজন রয় বলেছেন: সমসাময়িক কবিতা।
++++
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৩:৫৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা
৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:০২
খায়রুল আহসান বলেছেন: সমাজের হালফিল চিত্রের সাথে প্রাসঙ্গিক এ কবিতাটা।
৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই আমার। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪১
কালনী নদী বলেছেন: ইনোসেন্টের ব্রেন ওয়াশ
করে নিল জঙ্গীরা,
নেতার ব্রেনও ওয়াশ দিল
ভিন দেশী সঙ্গীরা।
বর্তমানের সাথে সামন্জস্যপূর্ন।