নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিপদ সংকেত

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

আকাশে শকুনের আনাগোনা
বাতাসে অচেনা গন্ধ,
ফিসফিস শব্দে মুখরিত এবেলায়
থেমে নেই গদরের ছন্দ।

মানচিত্রে এঁকে দেয় কালো দাগ
নাপাক রক্ত দিয়ে, নাপাক ধর্মান্ধ,
মানুষখেকো, রক্তচোষা ওত পেতেছে
বিবেকের দুয়ার রয়েছে বন্ধ।

বিকাশে মিত্র ভাব
আড়ালে রিমোর্ট কন্ট্রোল,
আঁধারে কুলোষিত রাজত্বে
ভূ-চিত্র ঝুঁকির কোন্দল।

নীরব সাধু, সরব কল্মষ ভীতিময়
সচল মুদ্রায়, অচল বিবেক দানবের পক্ষ লয়,
হাজারো নির্ভীকের মাঝে
নেই জনতা ঐক্যময়।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক কবিতা অনেক ভাল লাগল

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগায় আমি উৎসাহিত। কবিতাটি পড়ে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি, শুভ কামনা রইল।

২| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৩

ফখরুলকায়েস বলেছেন: ভাল লাগল । লিখে যান....

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি।
আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত। ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

৩| ১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৪

এম দিদার হোসাইন বলেছেন: সচল মুদ্রায় অচল বিবেক দানবের পক্ষ লয়।


ভালো বলেছেন।

১১ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

৪| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

কল্লোল পথিক বলেছেন:

মানচিত্রে এঁকে দেয় কালো দাগ
নাপাক রক্ত দিয়ে, নাপাক ধর্মান্ধ,
মানুষখেকো, রক্তচোষা ওত পেতেছে
বিবেকের দুয়ার রয়েছে বন্ধ।

কবিতা ভাল লেগেছে।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ হে প্রিয় কবি।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভেচ্ছা নিরন্তর।

৫| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর+++++

১২ ই জুলাই, ২০১৬ ভোর ৪:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা রইল।

৬| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

কালনী নদী বলেছেন: অসাধারণ কবিতা ছোটে সরকার।

১২ ই জুলাই, ২০১৬ ভোর ৪:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: হে প্রিয় ভাইয়ু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত এবং উৎসাহিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা আপনার জন্য।

৭| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সিগনেচার নসিব বলেছেন: নীরব সাধু, সরব কল্মষ ভীতিময়
সচল মুদ্রায়, অচল বিবেক দানবের পক্ষ লয়,
হাজারো নির্ভীকের মাঝে
নেই জনতা ঐক্যময়। দারুন !!!

হে কবি ভাল লাগা জানিয়ে দিলাম

১২ ই জুলাই, ২০১৬ ভোর ৪:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোলাগায় আমি উৎসাহিত হলেম।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভেচ্ছা নিরন্তর।

৮| ১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৫

জেন রসি বলেছেন: নীরব সাধু, সরব কল্মষ ভীতিময়
সচল মুদ্রায়, অচল বিবেক দানবের পক্ষ লয়,
হাজারো নির্ভীকের মাঝে
নেই জনতা ঐক্যময়।


চমৎকার!

১৪ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ প্রিয় কবি। আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা রইল।

৯| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯

বিলিয়ার রহমান বলেছেন: হাজারো নির্ভীকের মাঝে
নেই জনতা ঐক্যময়

ভালো লাগলো।

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম।
মন্তব্যে উৎসাহিত হলাম। কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.