![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
আবার আসিব ফিরে, বন্ধু হে !
কোকিল ডাকা নব প্রত্যুষের লগ্নে
বকুল তলায় ফুল তুলিতে
আসিব হে !
গাঙ্গ চিলের খেলায়
রঙ্গ তরঙ্গের মেলায়,
প্রভাত বেলায় দেখিব সুখ
জুড়াবে নয়ন, প্রজাপতির পাখনায়।
রজনী তিমিরে বৃষ্টি জড়িয়ে
একফালি চাঁদের আভায়,
পুলকিত হৃদয়ের উষ্ণ ছন্দে
জড়াবো আবার সেই ঘনবরষায়।
কদমগুচ্ছ হাতে অতীতের তিথিডোরে
ডাকব আবার চক্ষু ইশারায়,
শ্রাবণ সন্ধা সিক্ত রবে তব প্রনয় সুধায়
রবেনা একেলা তুমি চাঁদের সভায়।
হয়ত চক্ষু কিনারা নিরংশু হবে
হয়ত নোনা জলের সাগর বয়ে যাবে,
তবে মনে রেখ বন্ধু হে
পঞ্চদশ পর আবার চন্দ্র উদয়ন হবে।
বসন্তের নিমন্ত্রণে আসিব সেইক্ষনে
মুছিব আঁখিজল মৌনতার ছলে,
কেঁদোনা বন্ধু হে !
১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার মন্তব্যে উৎসাহিত হলাম। ভালোবাসা জানবেন । ভালো থাকবেন শুভ কামনা থাকল।
২| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫০
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম। কবিতাটি পড়ে আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
৩| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৫০
সিগনেচার নসিব বলেছেন: রজনী তিমিরে বৃষ্টি জড়িয়ে
একফালি চাঁদের আভায়,
পুলকিত হৃদয়ের উষ্ণ ছন্দে
জড়াবো আবার সেই ঘনবরষায়।
দারুন লাগল কবিতা
কবি হে ভাল লাগা জানিয়ে দিলাম ++++
১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
৪| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৩
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর হয়েছে।
১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। ভালোবাসা জানবেন ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৭
ডঃ এম এ আলী বলেছেন: আবার আসিব ফিরে, বন্ধু হে !
কোকিল ডাকা নব প্রত্যুষের লগ্নে
বকুল তলায় ফুল তুলিতে
আসিব হে !.।
.....।
বসন্তের নিমন্ত্রণে আসিব সেইক্ষনে
মুছিব আঁখিজল মৌনতার ছলে,
কেঁদোনা বন্ধু হে !
হে প্রিয় কবি
লহ ছালাম মোর
এ সুন্দর কবিতার তরে ।