নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সাহসী কলম

১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩১

কবির কলম সাহসী কলম
সত্য পথের দিশারী,
সত্য ধর্মে, সত্য কর্মে
কবির কলম পূজারী।

অচল দেশে সচল বেশে
কবির কলম হাসে,
সরব কথায় নীরব ব্যথায়
ভন্ডরা সব ফাঁসে।

ভয়ে যাদের কলম কাঁপে, মিথা দিয়ে সত্য চাপে
তাল মিলিয়ে বাঁচতে চায়,
পবন তালে কবির পালে
যদি মিলে যায়।

তব সত্য দেখে মিথ্যা লিখে
ভাব যাদের কবি,
পূর্ণ হারা ভন্ড তারা
তারাই অকবি।

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৬

ইকরাম উল হক বলেছেন: মাঝে মাঝে ভাবি এই সময়টাতে যদি নজরুল থাকতো।
তার কলমো কি কাঁপতো

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিক বলেছেন ভাইয়া। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা রইল।

২| ১৯ শে জুলাই, ২০১৬ ভোর ৪:১৪

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর কবিতা ভাল লাগল
তবে ইদানিংকালে অবস্থা
দেখে মনে হতেছে
কবির কলম তেলে তেলাকার
ভক্তকুল মাখছে তেল
হয়ে গোলাকার
কেওবা বলছে বা: বা:
কেওবা বলছে বড়ই মঝাদার ।
বলছে ভাই ইকরামুল
থাকতো যদি নজরুল
কলম কি তাঁর কাঁপতো ।
বলছে ভাই হাফেজ কবি
সত্য দেখে মিথ্যা লিখে
ভাব যাদের কবি,
পূর্ণ হারা ভন্ড তারা
তারাই অকবি ।

কবির প্রতি শুভেচ্ছা রইল ।

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভেচ্ছা নিরন্তর।

৩| ১৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৯

বিলিয়ার রহমান বলেছেন: "অচল দেশে সচল বেশে
কবির কলম হাসে,
সরব কথায় নীরব ব্যথায়
ভন্ডরা সব ফাঁসে"

দারুন লাগলো

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগায় আমি উৎসাহিত। কবিতাটি পড়ে মন্তব্য করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি, শুভ কামনা রইল।

৪| ১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

সিগনেচার নসিব বলেছেন: তব সত্য দেখে মিথ্যা লিখে
ভাব যাদের কবি,
পূর্ণ হারা ভন্ড তারা
তারাই অকবি।
ভাল লাগা হে কবি জানুন অনিঃশ্বেস

১৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগায় আমি উৎসাহিত। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন কবি, শুভ কামনা রইল।

৫| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৭

প্রামানিক বলেছেন: সুন্দর কথাই কাব্যে তুলে ধরেছেন।

২২ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হে প্রিয় কবি।
ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.