নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সাহারা

২২ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫০

বিনম্র সুখ স্বর্গীয় ইরাকের আকাশে
আজ আর মিলেনা শান্তির বলাকার ছিন্হ,
সেখানে এখন লাশের মিছিলে শকুনের
ছায়াঘেরা নিখিল সাহারা।

দানবের কালো থাবা গিলেছে
সমস্ত স্বর্গীয় সুখ,
ভূ-গর্ভ ফেটে আজ নব নরকের উত্তরণ,
দুধের শিশুর মা আর ফিরে আসে না।

যুবতীর সতিত্বের বিনিময় একটু পানাহার,
ক্ষুদার্তের তীব্র আর্তনাদ,
বাবার কাধে সন্তানের লাশ।
বাতাসে কেমিক্যালের সংমিশ্রন আর
নিঃশ্বাসে জীবানুর সংক্রামনে
অযাচিত যন্ত্রনায় ধর্মের বোবা কান্নায়
আকাশ বাতাস ভারী হয়ে উঠে।

মিথ্যা অভিযোগে লাখ লাখ মৃত দেহের
নিঃশব্দ কান্নার রোলে ফেটে পড়ে সমস্ত অচলা,
সাহারার ঐ ক্ষীপ্ত বালিকণায় উড়ছে
তাজা রক্তের দগ্ধ ধুয়া।

তবুও হানাদারের মিলে যায় লিগ্যাল সার্টিফিকেট।
সভ্য সমাজের পন্ডিতগন
এখানে গায় না সাম্যের গান।
তোলেনা আওয়াজ।
মানবতা এখানে নিশ্চুপ, ম্লান।

বড়ই অদ্ভুত রহস্য !
কার হানায় সৃষ্ট নরক গোষ্ঠী ?
কার লাভ, কার ক্ষতি ?
এ কেমন আধুনিকতা !
এ কেমন সভ্যতা !

আধুনিকতা মানেই কি তবে
মুসলিম বিশ্বকে ধর্ষিত করা ?
রেড সিগনালেও
মুসলমানের ঐক্যশূন্যতা
ভাবিয়ে তোলে,
বড্ড ভাবিয়ে তোলে আমাকে।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৬

কল্লোল পথিক বলেছেন:






সমসাময়িক চরম বাস্তবতার কবিতা।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা

২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৬

ইন্দ্রনাথ বলেছেন: বর্তমান সময়ের জন্য সুন্দর লিখেছেন। আসলে আপনারা মুসলিমদের সাথে ঠিক হচ্ছে না। আমরা সবি বোঝি কিন্তু আপনাদের নিজেদের মাঝেই বিভক্তি।

সুন্দর কবিতা লিখেছেন।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: ঠিক বলেছেন। ধন্যবাদ ও ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা

৩| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ভাইয়া অসাধারণ ধারণা ও ভাবনা
প্রকাশটাও হয়েছে দারুন
রইল প্রাণডালা
অভিনন্দন ।

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে আমি দারুন উৎসাহিত হয়েছি ভাইয়া। ভালো থাকবেন , শুভ কামনা রইল।

৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভাই ।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভইয়া।

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.