নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আজও স্বপ্ন দেখি

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪

আকাশ ছোঁয়া স্বপ্ন বুনে
অলিক ভাবনায় কেটেছে দিন, বহুদিন,
পাতক গঠনে, নির্মল পতনে
হৃদয় পরতে বাজে বিষাদের বীণ।

মিথ্যারা রয়ে যায়, ইতিহাসের পাতায়
মেকির রাজ্যে ধর্ষিত হয় সত্য,
সত্যের বুকে মিথ্যার ঝাণ্ডা কুপতে হায়
দিশেহারা এ জগৎ, মত্ত।

কত দিবস গেল রজনীর হাতছানিতে
কত সময় কেটে গেল উদ্দীপনায়,
জীবনের শেষ সীমানায় আজও
লিখে যাই ইতি কথা অপূর্ণতায়।

শূন্যতেই সাধকের জনন
তীব্র সাধনার তরে,
যত ইতিহাস, যত যশ
এই মহাচরাচরে।

বঁচকের রাজ্যে সত্যের জয় দুরহ
তবে সাধনায় সম্ভব,
তাই আজও স্বপ্ন দেখি, ছবি আঁকি
অলিক নয়, উদ্ভব।

কপি রাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত ।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগায় আমি উৎসাহিত হলুম কবি হে !
ভালো থাকবেন , শুভেচ্ছা নিরন্তর।

২| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

জেন রসি বলেছেন: বাস্তব যত নির্মমই হোক স্বপ্ন দেখে যেতে হবে।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম । একদম ঠিক বলেছেন কবি।
আপনার মুল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন, শুভ কামনা থাকল।

৩| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩০

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা শতত।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে । ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা

৪| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৬

কল্লোল পথিক বলেছেন:







চমৎকার কবিতা।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় কবি, আমাকে নিয়মিত উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা থাকল।

৫| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:১৮

অরুনি মায়া অনু বলেছেন: খুব ভাল লেগেছে

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার ভালো লেগেছে জেনে আমি অত্যান্ত আনন্দিত এবং উৎসাহিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবি হে ! ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা

৬| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩২

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে
পড়ে ভাল লাগলো।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি অত্যান্ত আনন্দিত এবং উৎসাহিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কবি হে ! ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা

৭| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: মিথ্যারা রয়ে যায়, ইতিহাসের পাতায়
মেকির রাজ্যে ধর্ষিত হয় সত্য,
সত্যের বুকে মিথ্যার ঝাণ্ডা কুপতে হায়
দিশেহারা এ জগৎ, মত্ত।


সত্য কথনে মুগ্ধ
গেল যে প্রিয়তে তাই ।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইয়া আপনার মন্তব্যে আমি আনন্দিত এবং উৎসাহিত হলাম।
আনেক আনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন। শুভেচ্ছা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.