নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

{সনেট ০৫} বঙ্গ অনুভবে

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

বঙ্গ সুরে অঙ্গ জুড়ে হেরি মম হীয়া
উতলা উজলা বঙ্গ বিহনে একেলা
সুফলা অচলা রঙ্গ দহনে এবেলা
বঙ্গ মায়াজলে নয়না যায় রুদিয়া ।
আকাশ বাতাস আর দুনিয়া ঘুরিয়া
মিলেনি স্বাধীনভরে সেই সুখ মেলা
হৃদয়ে বঙ্গ জলে কাদামাটির খেলা
দিবা নিশি কাটে মোর তাহারে স্মরিয়া।

মুদ্রা তত্ত্বে সুখ ছেড়ে দুর পরবাসে
কত দালান কত কোঠা কত বন্দরে
কালো চুল সাদা হয়ে বৃদ্ধাবর হাসে
দেখিয়া কাটে দিন পরাধীন মন্দিরে।
সালাম হে সহস্র সালাম বঙ্গ তরে
দেখিনু সে কত কাল কত মাস ধরে।

কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



মধুসুদন দত্ত খুশী হবেন

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা। দোয়া করবেন ভাইয়া।
আপনার মন্তব্যে আমি আনন্দিত এবং উৎসাহিত হলাম।
আনেক আনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন।

২| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

শাহরিয়ার কবীর বলেছেন: মুদ্রা তত্ত্বে সুখ ছেড়ে দুর পরবাসে
কত দালান কত কোঠা কত বন্দরে
কালো চুল সাদা হয়ে বৃদ্ধাবর হাসে
দেখিয়া কাটে দিন পরাধীন মন্দিরে।


শুভ কামনা রইল কবি।
ভালো থাকুন।

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রয় কবি। আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত। আপনিও ভালো থাকুন, শুভ কামনা।

৩| ৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

ডঃ এম এ আলী বলেছেন: মুদ্রা তত্ত্বে সুখ ছেড়ে দুর পরবাসে
কত দালান কত কোঠা কত বন্দরে
কালো চুল সাদা হয়ে বৃদ্ধাবর হাসে
দেখিয়া কাটে দিন পরাধীন মন্দিরে।


বহুদিন বাদে সনেট কবিতা পাঠে
হয়েছি অভিভুত । মনে পড়ে যায়
বাংলার বিখ্যাত সনেটের মধূ কবি
মাইকেল মধুসুদনের দুর প্রবাসের
কস্ট কর দিনের যতসব কথা ।

৩০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। বাংলার বিখ্যাত সনেটের মধূ কবি
মাইকেল মধুসুদন দত্ত সনেট না লিখলে আজও হয়ত আমরা সনেট সম্পর্কে জানতে পারতাম না।
কৃতজ্ঞভরে স্মরন করছি প্রানের কবিকে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার মন্তব্যে আমি অনুপ্রানিত।

৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ৮:০৮

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । মধু কবির রচিত মেঘনাদ বধের "সমুদ্রের প্রতি রাবন" কবিতাটি পাঠ করেছেন কি , দেখবেন তাতে সেখানে রামকে কিভাবে তুলো ধুনা করে রাবনকে মহান করে তুলা হয়েছে সুন্দরভাবে ।

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইয়া দেশের বাহিরে আছি। বইটি খুব শীঘ্রই হাতে পাবো বলে আশা করছি আর তখন প্রানভরে পড়ে নেব। ধন্যবাদ ভাইয়ু।

৫| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৫

অরুনি মায়া অনু বলেছেন: সত্যি মাতৃভূমির মত শান্তি পৃথিবীরর আর কোথাও মেলেনা। যতদূরে যাই যেখানেই যাই আপন নীড় সব সময় টানে। যদিও অনেক কঠিন, তবুও একটু একটু বুঝেছি :)

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম একদম ঠিক বলেছেন কবি।
আপনার মূল্যবান মন্তব্যে আমি দরুন উৎসাহিত। শুভেচ্ছা সতত।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে ভাইয়া :)

০১ লা আগস্ট, ২০১৬ রাত ৯:৪১

কবি হাফেজ আহমেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি। আপনার মুখে প্রশংসা পেয়ে আমি খুব আনন্দিত। ভালোবাসা জানবেন, শুভাশিষ থাকল।

৭| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:০০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । অামিও এমহুর্তে দেশের বাইরে আছি। তবে ইন্টারনেট আমাকে দেশের গভীরেই রেখেছে ।
যেখানেই থাকুন ভাল থাকুন এ কামনাই করি ।

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। ইন্টারনেট আমার বেলায়ও একই ভূমিকা পালন করছে। আপনিই ভালো থাকবেন প্রিয় ভাইয়া।

৮| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ।

০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৯| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:১১

আবুল হায়াত রকি বলেছেন: খুব ভাল লাগলো।

০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মন্তব্যে আমি আনন্দিত এবং উৎসাহিত হলাম।
আনেক আনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন।

১০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: বহু দিনের সনেট দেখার স্বাদ আপনার কাছে এসে মিটল। সেই মাইকেল বাবুর দীর্ঘদিন পর আজ আবারো মজিলাম!


ধন্যবাদ!

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে আমি আনন্দিত এবং উৎসাহিত হলাম। দোয়া করবেন।
আনেক আনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.