![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
নেই কোন অভিযোগ
সষ্ট্রা কিংবা সৃষ্টির তরে,
নেই হারানোর বেদনা,
যা পাইনি তা কখনো আমার ছিল না।
তাই পাইনি পাইনি বলে
যা আছে তা হারাতে চাই না।
যারা পেয়েছে অনেক
তাদেরও পাওয়ার শেষ দেখিনা,
আমি যা পেয়েছি এ জীবনে
তাও অনেকের হয়নি পাওয়া।
কত হলে থামবে চাওয়া
মানব জানে না,
তাই পাইনি পাইনি বলে
যা আছে তা হারাতে চাই না।
যা পাইনি
তা পাওয়ার কথা ছিল না,
আমার যা ছিল পাওয়ার
পেয়েছি তা কানায়, কানায়, ষোল আনা।
কপালের লিখন
সাগরের বাধ মানেনা,
তাই হারানোর বেদনায়
কাতরানোর নেই ভাবনা।
অনুভবে সুখ পুষি,
জীবনকে ভালোবাসি,
দিবানিশি আমি তাই
মহাসুখে হাসি।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মন্তব্যে আমি আনন্দিত এবং উৎসাহিত হলাম।
আনেক আনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন।
২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২৩
অরুনি মায়া অনু বলেছেন: না পাওয়ার বেদনায় হৃদয় বুঝি পাথর হয়ে গেছে?তাই কি আজ আর কিছুই চাইবার নেই?
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা
কবি ঠিক ধরেছেন কিন্তু। তবে জীবনে যেমনিভাবে অনেক কিছু হারিয়েছি ঠিক তমনিভাবে পাওয়ারও কমতি নেই। এটাই তো জীবনের নিয়ম। আর তা মেনে নিয়েই আত্মতৃপ্তি লাভ করছি। আপনার মন্তব্যে আমি আনন্দিত এবং উৎসাহিত হলাম।
আনেক আনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন। শুভেচ্ছা সতত।
৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে ++++++++
০৩ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩২
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মন্তব্যে আমি আনন্দিত এবং উৎসাহিত হলাম।
আনেক আনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৭
অঘোষিত পন্ডিত বলেছেন: খুব ভাল লাগ।।