নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

এ কেমন স্বাধীনতা

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৭

স্বাধীন দেশে জন্মে আজও খুঁজে ফিরি স্বাধীনতা,
লুটেরা খাচ্ছে লুটে আমার স্বাধীনতা।
স্বাধীনতা দেখেছি ঐ বেশ্যাবৃত্তির অলিতে গলিতে,
তব আজও মিলেনি দেখা তার পর্দা প্রথাতে।
ভোট চুরির স্বাধীনতা দেখেছি আমি নিত্য,
ভোটাধিকারের বেলায় তা দেখিনি যে সত্য।
যানবাহনে লটকে চলার দেখেছি স্বাধীনতা,
চুপিসারে পালিয়ে কাঁদে বাক স্বাধীনতা।
স্বৈরাচারীর খুন ঘুমের দেখেছি স্বাধীনতা,
সাগর রুনি আপন গৃহে হারিয়েছে সত্তা।
মেঘের চোখে মুষলধারে দেখেছি অঝোর বৃষ্টি,
অনাথ শিশুর আর্তনাদে দেখিনি বজ্রমুষ্ঠি।
পিলখানাতে দেখেছি আমি বিষধর নিঃশ্বাস,
হলি আর্টিজানে দেখেছি আমি আপ্যায়ন ইতিহাস।
স্বাধীনতা ক্ষুন্ন করার দেখেছি স্বাধীনতা,
মুক্তিযুদ্ধা অনাহারে দেখিনি মানবতা।
ফেলানী, তনু, রাজন গেল আর কত এভাবে,
রানা প্লাজা আর কতকাল মানবতা শেখাবে।
বৈশাখীতে মায়ের আঁচল টেনেছে স্বাধীনতা,
বিশ্বজিতের রক্তে আমি দেখেছি নির্মমতা।
এই যদি হয় সভ্যতার এমন স্বাধীনতা,
তবে বিদ্রোহী আমি এই স্বাধীনতার,
তিরিশ লাখের স্বপ্নের স্বাধীনতা চাই,
তবে পার্কে মাঠে, রাস্তাঘাটে,
কুকুর স্বভাবে মানব কর্মের স্বাধীনতা
আমি চাই না।

বিঃদ্রঃ কবিতাটি অপকর্মের স্বাধীনতার বিরুদ্ধে, তবে রাষ্টীয় স্বাধীনতার সম্পূর্ণ পক্ষে।

কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

অয়ন নাজমুল বলেছেন: মোটামুটি।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা।

২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৬

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা রইল।

৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: এ উত্তর কে দিবে????

লেখা সুন্দর হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। তাইতো দীর্ঘশ্বাস ফেলছি।
আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা রইল।

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

মো:সাব্বির হোসাইন বলেছেন: সুন্দর লেখা

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া,
আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা রইল।

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

বিলুনী বলেছেন: মনে হয় পরাধীন থাকলেই ভাল হত, তাহলে কথায় কথায় স্বাধিনতাকে নিয়ে টানা হেচরা করা হতোনা । দুর্গতির জন্য ন্বাধিনতা দায়ী না, দায়ী হল কিছু দায়িত্ব জ্ঞানহীন নির্বোধ মানূষ যারা সবকিছুর জন্য স্বাধিনতাকে টেনে এনে স্বাধিনতাকে অনাবশ্যকভাবে প্রশ্রবিদ্দ করার প্রয়াস পায় জেনে কিংবা না জেনে কিংবা ইচ্ছেকৃতভাবে । মনে হয় স্বাধিন হয়ে খুব ভুল করে ফেলেছি , তাই কথায় কথায় স্বাধিনতাকে টেনে আনা , স্বাধিন হ ওয়ার জন্য মনে এত কস্ট থাকা ঠিক না ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে কবিতাটি আবারও ভালো করে পড়ে কমেন্টস করার আহবান জানাচ্ছি।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১২:৪৯

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা রইল।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ২

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে প্রশংসা পেয়ে আমি দারুন উৎসাহিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা রইল।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: ভালো লাগলো ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লেগেছে জানতে পেরে আমি অত্যান্ত আনন্দিত এবং উৎসাহিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন প্রিয় কবি । শুভ কামনা থাকল।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:২২

বিলুনী বলেছেন: ধন্যবাদ কবিতা খুব সুন্দর হয়েছে । প্রতিটি লা্‌ইনে দ্রোহ ফুটে উঠেছে । সুযোগ পেলেই দেশী বিদেশী অনেক কবিতাতেই চোখ পড়ে । কেও কবিতাতে নীজ দেশের স্বাধিনতাকে টেনে আনেনা, স্বাধিনতা শব্দটি বৃহৎ অর্থে একটি দেশের স্বাধিনতাকে প্রতিভাত করে । একে কারো কিংবা গোষ্ঠিবিশেষের যতেচ্ছাচারের সাথে সমার্থক করে ফেললে অনেক সময় মানুষকে মিসগাইড করে । তাই বলা হয়েছে এমন একটি স্পর্শকাতর শব্দকে প্রয়োগের বেলায় আরো একটু সচেতন হওয়া প্রয়োজন । একটু খেয়াল করলে কিংবা ক্রিটিকেলি দেখলে দেখতে পাবেন, প্রায় কিছু কিছু মানুষের লিখায় দেখা যায় প্রচ্ছন্নভাবে কবিতার ছন্দের আড়ালে স্বাধিনতাকে, মুক্তযুদ্ধ বা মুক্তিযুদ্ধাদেরকে কটাক্ষ করা হয়েছে। আবার ভুল বুজবেন না যেন , এ কথাটি আপনাকে উদ্দেশ্য করা বলা হয়নি , এটা একটি সাধারণ পর্যবেক্ষন । স্বাধিনতা ও মুক্ত যুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল সব সময় সচেস্ট সেটা আপনিও ভাল জানেন । হা আপনার কবিতার বক্তব্যের সাথে একমত , যতেচ্ছার করে দেশ ও মানুষের কোন ক্ষতি বা দুর্গতি ডেকে আনাকে নিন্দা জানাই দৃঢ় ভাবে । তবে এ জন্য দেশের মুল্যবান স্বাধিনতাকে যথেচ্ছাচারের সাথে সমার্থক করবনা কোন মতে, স্বাধিনতাকে ধারণ করব সকল কিছুর উর্ধে, একে কারো কোন মন্দকাজের পাশে এনে লাগাবনা । যে বা যারা যেভাবে মন্দ কাজটি করছে তাই তুলে ধরা হবে যথাযথ ভাবে ।
অাবারো বলছি কবিতা সুন্দর হয়েছে, সকল মন্দ কাজের বিরূদ্ধে দ্রোহ ফুটে উঠেছে সে জন্য বিশেষ ধন্যবাদ , লিখে যান ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: স্বাধিনতাকে ধারণ করব সকল কিছুর উর্ধে,

আপনার লিখা উপরের লাইনটির এই বক্তব্যের সাথে আমি ১০০% সহমত পোষন করছি। তিরিশ লাখ শহীদের রক্তকে সম্মান জানিয়েই আমি সেসব মহান শহীদি আত্মার পক্ষে কবিতাটি লিখেছি। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ তিরিশ লাখ শহীদি আত্মার আর তাই দলমত নির্বিশেষে সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলার , প্রতিবাদ করার অধিকার আমার আপনার আছে। পক্ষপাতিত্ব নয় বরং যারা দেশের ১২ টা বাজানোর পক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে সর্বদা আমার আপনার অবস্থান হওয়া উচিৎ।

আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আমার ব্লগে আপনি সর্বদা আমন্ত্রিত। ভালো থাকবেন শুভ কামনা রইল।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৮:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা পাঠে মুগ্ধ । উঠে এসেছে নিপিড়িত
মানবতার ক্রন্দনগাথা । কামনা করি
দেশ হোক অনাচার মুক্ত ।
ভাল থাকার শুভ কামনা রইল

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুগ্ধতা আমাকেও মুগ্ধ করেছে ভাইয়া, এতে করে আমি অত্যান্ত আনন্দিত এবং উৎসাহিত হলাম। দোয়া করবেন যেন দেশ ও মানুষের কল্যাণে লিখে যেতে পারি চিরদিন। দেশ এবং দেশের মানুষকে ভালোবেসে যেন মরতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন প্রিয় কবি । শুভ কামনা থাকল।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:২৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি । অাশা করি ভাল আছেন ।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভকামনা থাকল।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ৯:৪০

ইকরাম উল হক বলেছেন:



লাইন নং ১৫
স্বাধীনতার ব্যাবসায় নিয়ে দেখেছি স্বাধীনতা


একটু ক্লিয়ার করবেন প্লিজ

০৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ক্ষমতায় আসার আগে সবাই স্বাধীনতার পক্ষে কথা বলে, ত্রিশ লাখ শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার আশ্বাস দিয়ে ক্ষমতায় আসে। আসার পর কালো বিড়াল ধরা পড়ে , তার পরও বলে আমি স্বাধীনতার পক্ষে। এখনও বলে আমি স্বাধীনতার পক্ষে, আছে কোন জবাব ?

শহীদদের কোন দিনও স্বপ্ন ছিল না ক্ষমতায় এসে দেশ লুটে খাওয়ার। বরং মতৃভূমির প্রতি সীমাহীন ভালোবাসা থাকায় তারা তাদের জীবনের শ্রষ্ঠ সম্পদ আপন প্রান উৎসর্গ করে এদেশ স্বাধীন করেছেন। তারাই ছিল প্রকৃত দেশ প্রেমিক।

যারা তাদের আদর্শের নাম নিয়ে বা স্বাধীনতার নাম নিয়ে ক্ষমতায় এসে দেশ লুটে খায় তারা কোন দিনও দেশ প্রমিক হতে পারেনা। তারা শুধুমাত্র স্বাধীনতা ব্যাবসায়ী। হোক যেই কোন দলের। এদেশে যদি স্বাধীনতা ব্যাবসায়ী না থাকত, যদি নেতারা দেশ প্রেমিক হত তবে মালেশিয়া, সিঙ্গাপুরের মত আমার সোনার বাংলাদেশও পৃথিবীর বুকে উদাহরন হয়ে থাকত।

আশাকরি আপনার জবাব পেয়েছেন। আপনার মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন শুভ কামনা।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: স্বাধীনতার সুফল ভোগ করতে না পারা কিংবা দেখে যেতে না পারা একজন ব্যক্তির উষ্মা ও দ্রোহ প্রকাশিত হয়েছে কবিতায়। তবে শুদ্ধ বানানের ব্যাপারে আরও মনোযোগী হতে হবে, কেননা অশুদ্ধ বানানের দৃষ্টিকটুতায় একটি সুন্দর কবিতার অপমৃত্যু ঘটে।

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মন্তব্যে আমি অত্যান্ত আনন্দিত ভাইয়া। মন্তব্যে হৃদয় ছুঁয়ে গেল। বানান check করে নিয়েছি। আবার দেখে জানাবেন বানান ঠিক আছে কিনা। ধন্যবাদ কবি। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন।

১৫| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩

সোহাগ সকাল বলেছেন: আহ স্বাধীনতা! নামই শুনলাম শুধু, ভালো ভাবে পরখ করে দেখতে পারলাম না কোনোদিন!

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম দুঃখ এইটুকুই। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। ভালো থাকবেন, শুভ কামনা।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে।

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। মন্তব্যে উৎসাহিত হলাম। ভালো থাকবেন, শুভ কামনা।

১৭| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

ডঃ এম এ আলী বলেছেন: অনেক দিন হয়ে গেল নতুন কবিতা দেখছিনা যে , এখনো কি বাইরে অাছেন ।
শুভেচ্ছা জানবেন ।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাই আমার, দেশের বাহিরেই আছি। অতিরিক্ত কর্ম ব্যস্ততার কারনে টাইপিং করতে পারিনি। খোঁজ রাখায় চির কৃতজ্ঞ।

১৮| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৮

মোটা ফ্রেমের চশমা বলেছেন: সুন্দর হয়েছে।

২৩ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুখে প্রশংসা পেয়ে আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানবেন। শুভ কামনা রইল।

১৯| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৯

বিলিয়ার রহমান বলেছেন: বৈশাখীতে মায়ের আঁচল টেনেছে স্বাধীনতা,
বিশ্বজিতের রক্তে আমি দেখেছি নির্মমতা।[/sb

দারুন বলেছেন কবি।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম। ভালো থাকবেন। শুভ কামনা রইল।

২০| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

নতুন পোস্ট দিন।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন? আমার ব্লগে এসে তালাস নেওয়ায় অত্যান্ত আনন্দিত হলাম। আপনি বলেছেন তাই এখনি দিচ্ছি নতুন পোষ্ট।

২১| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: আপনার থেকে পাওয়া
প্রিয় কবির বিশেষন
ছুঁয়েছে মোর হৃদয়
ভরেছে এই মোন।


ভালো থাকুন কবি

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ছন্দে ছন্দে দারুন লিখেছেন । আপনিও ভালো থাকবেন কবি, শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.