নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আজব দেশ

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৫


সরব সীমান্ত আজ নীরব খবরে
দক্ষিণা হাওয়া আজ উত্তাল অভাবে
পক্ষীরা নীড় হারা আর কত সবরে
কাটে দিন সত্ত্বহীন বেকার স্বভাবে।
নকরি তত্ত্বে গেল ঋষিমনি কবরে
বকরি মাংশ খেয়ে বাঁচে স্বৈর প্রভাবে
মানুষ বেঁচে রয় ঘাস খেয়ে কিভাবে?
অর্চনা ফাঁসিতে আর মূর্ছনা জবরে।


স্ব-স্বার্থে লিপ্ত রাজার রাজ্য ফেঁসে যায়
দানব ছোবলে মানব নিত্য ভিখারি
পাপী মন প্রতিক্ষণ রুপ বদলায়।
অধিকার ছিনিয়ে খুজে নাও প্রসারী
আবেগে বিবেক ঢাকা অন্ধ ইশারায়
দেখিনি সে কত কাল মঙ্গল শিকারি।

ছবি সূত্র: এই ছবিটি বাংলাকথা ডট কম-এ প্রকাশিত আমার এই কবিতাটির সাথে সংযুক্ত ছবিটি।

কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত সনেট।

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭

বিজন রয় বলেছেন: ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ হে প্রিয় কবি। আপনার মন্তব্য মানেই অনুপ্রেরনা , শক্তি আর উদ্দীপনা যা আমি পেয়ে থাকি। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে, শুভেচ্ছা নিরন্তর।

২| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৮

বিজন রয় বলেছেন: কঠিন কবিতা, সেকেলে ঢঙের।
তবে বক্তব্য স্পষ্ট।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুখে প্রশংসা পেয়ে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত হলাম। আপনাকে আবারো জানাই অনেক অনেক ধন্যবাদ ও অকৃত্রিম ভালোবাসা । ভালো থাকবেন প্রিয় কবি। শুভ কামনা থাকল।

৩| ২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫২

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা।


অনেক ভালোলাগা রেখে গেলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে প্রশংসা পেয়ে আমি দারুন উৎসাহিত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন শুভ কামনা রইল।

৪| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

অনেক দিন পর ব্লগে পেলাম।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
হুম। অনেক দিন পর আজ ছুটি পেলাম আর তাই দিনভর ব্লগ হয়ে রইল আগের মত নিত্য সঙ্গী। কেমন আছেন জানালে খুশি হব। ভালো থাকবেন কবি। শুভ কামনা থাকল।

৫| ২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৪

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগোল ।

২৭ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগায় অত্যান্ত আনন্দিত হলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।

৬| ২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৭ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। মন্তব্যে প্রীত হলাম। ভালো থাকবেন, শুভকামনা।

৭| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: দারুণ লাগল।

২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। মন্তব্যে প্রীত হলাম। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা থাকল।

৮| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা রইল।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি। ভালো লাগায় প্রীত হলাম। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে, শুভ কামনা রইল।

৯| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩২

অরুনি মায়া অনু বলেছেন: অনাচার, চারিদিকে শুধুই অনাচার।

২৮ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম।। সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় কবি ও লেখক। আপনার মূল্যবান মন্তব্যে প্রীত হলাম। ভালো থাকবেন, শুভ কামনা।

১০| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি। মন্তব্যে প্রীত হলাম। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন। শুভকামনা রইল।

১১| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন: স্ব-স্বার্থে লিপ্ত রাজার রাজ্য ফেঁসে যায়
দানব ছোবলে মানব নিত্য ভিখারি
পাপী মন প্রতিক্ষণ রুপ বদলায়।
অধিকার ছিনিয়ে খুজে নাও প্রসারী
আবেগে বিবেক ঢাকা অন্ধ ইশারায়
দেখিনি সে কত কাল মঙ্গল শিকারি

ভাল লাগল কবিতাটি বিশেষ করে
মোটা করে দেখানো অংশটি ।

ভাল থাকার শুভেচ্ছা রইল ।

২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনার ভালো লাগায় আমি আনন্দিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হহতে। আপনার প্রতিও রইল ভালো থাকার শুভ কামনা।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬

ভ্রমরের ডানা বলেছেন: এমন কবিতা লেখতে মগজের জোর লাগে!

খুব ভাল লিখেছেন! শুভকামনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.