নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জাগো স্বাধীনতা

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০১

এই দেশ আমার,
এই দেশ তোমার,
লাখো শহীদি আত্মার এই দেশ,
এই দেশ লাঞ্চিত নিপীড়িত মজলুম জনতার।

এই দেশ আমার শরীর, আমি এ দেশের,
শরীরের অধিকার রয়েছে আমার।
হায়েনার কালো চোখ,
শকুনের বিষাক্ত ছোবল রুখে দেওয়ার অধিকার,
রয়েছে আমার।

লাখো শহীদের রক্তে রঞ্জিত বধ্যভূমির
পবিত্র মৃত্তিকায় আবারও সেই রক্তের হলি খেলায়
শিহরণ কম্পিত হয়ে উঠে,
তনুর ঘাতক নরপিচাশ ঘুরেফিরে রাজমুকুটে,
নতুন করে আবারও ওত পেতে রয় দিন দুপুরে,
এমনি করেই সম্ভ্রম হানি হয় একে একে,
ঝরে পড়ে রিশার মত পুষ্পকলিরা,
জগতের অভিনয় রয়ে যায় আগের মতই,
দিশেহারা জাতির ফিরেনা দিশা।

শুধু চেয়ে চেয়ে দেখা, দু"কলম লিখা
তারপর নব ইস্যুর হাতছানি,
ভুলে যায় পুরোনো মায়ের আহাজারি
ভুলে যায় সেই সম্ভ্রমহানির কাহিনি,
চুপচাপ জগত চুপচাপ তুমি আমি।
আর কত এভাবে ?
এভাবে আর কত ?

আজ আমি বড়ই হতভম্ব,
চরম শংকিত, মর্মাহত,
আমি নির্বাক নিস্তব্দ,
এ কোন কর্ডিয়াক এরেষ্টের থাবায়
বধ্যভূমির প্রশস্ত বক্ষ?
নেই ডাক্তার, নেই সি পি আর,
চারিদিকে শুধু
স্বার্থের কান্ডারী দালাল, জঙ্গিবাদ আর
হায়েনারা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমার স্বাধীনতা।

নরক বেষ্টনিতে ঢাকা পড়া
স্বাধীনতা শব্দের বর্ণমালারা
নিঃশব্দ আর্তনাদে চিৎকার করে
এই বাংলায় আজও বাংলার স্বাধীনতা চায়।

হলি অ্যার্টিজান, পিলখানা আর রানা প্লাজার
ধংশাস্তুপে চাপা পড়া অজস্র মাথার খুলি
আর ধর্ষিতা বোনের পড়ে থাকা নিথর দেহের পাশে
আজও শহীদি আত্মারা নৈঃশব্দে
মুক্তির মিছিলে মিছিলে আওয়াজ তোলে।
কন্ঠে তাদের,
জাগো স্বাধীনতা, জগো স্বাধীনতা....জাগো।


কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

প্রামানিক বলেছেন: খুব সুন্দর কবিতা। খুব ভালো লাগল। ধন্যবাদ

০২ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে প্রীত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন শুভ কামনা রইল।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৯

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি।

খুব ভালো লাগল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ কবি। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন শুভ কামনা ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৯

খায়রুল আহসান বলেছেন: দেশের প্রতি ব্যক্ত আবেগ অনুভূতি ভালো লাগলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে প্রীত হলাম প্রিয় কবি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন শুভ কামনা রইল ।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

বিলুনী বলেছেন: কায়দা করে কত কথাই না কবিতায় লিখা
কবিতায় পরিচয়টুকু হতেছে প্রকাশ
হায়েনা শব্দটার অাগে
পাকি কথাটা লাগাতে
কেন কবিতা ভুলে যায় বার বার ।
লাখো শহীদের বধ্যভুমি
করেছে যারা তৈরী তাদের যতনা না বলা
তার থেকে কায়দা করে অন্য প্রসঙ্গ
বেশী করে টেনে তুলে সেটাকে খাটো করা
যারা বুঝার তারা বুঝে আসল নকলের পার্থক্যটা
জাগো স্বাধীনতা, জগো স্বাধীনতা....জাগো।
অবশ্যই তা জাগবে
তবে তা লাখো শহীদের জন্য দায়ী
যুদ্ধপরাধি ও তার দুসরদের ধরতে ।

চালিয়ে যান , কবিতায় যত পারেন
এছাড়া কিছু করার মত নাই যে এখন
এই রকম কথামালার টি ০ ২০ কবিতা
কোন ব্যপারই না লিখে যান অবিরত ।

ধন্যবাদ কৌশলী কবিতা কথনের জন্য ।


৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতায় হয়েছি প্রিত
সকলকে প্রিতির বন্ধনে
বেধে রাখার প্রতিতি
দেখে হলাম যে মুগ্ধ ।
শুভেচ্ছা রইল


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.