![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
ঈদ প্রমোদে মেতেছে গাঁ, আজ এ বেলা,
শুদ্ধ আমোদে জেগেছে সৃষ্টির প্রগতি
কিশোর কিশোরী শিশুক্রোড়ে রঙ্গ মেলা
অনাথের চোখে দেখেনি ধন পর্বতী।
নবাবের আগমনে মুখরিত জেলা
আহ্লাদে মত্ত অভিজন ভত্র্রী নৃপতি
অনাথ পড়ে রয় শূন্য পুরে একেলা
অন্নপীড়া নিয়ে সে ভিখারি জনপ্রতি।
কোরবানি মাংশ দিয়ে চলে মেজবানি
অনাথ মননে ঈদ, গোসত ভিখারি
ঘুরেফিরে অন্ন খোঁজে ঈদে অনাহারী
আড়ালে চলে ধনিক, ভেবে মানহানি।
ধনী যদি না বুঝে কোরবানির মানে
ঈদের দিনেও নিঃস্বরা রবে যে ম্লানে।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০০
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি ।