![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
একলা সবে রঙ্গিন ভবে জন্ম থেকে,
কী লাভ তবে হৃষ্ট ফুলের মালা গেঁথে?
আর কী-বা হবে কু-কর্মতে চক্র এঁকে?
যদি চলেই যেতে হবে, একলা পথে।
মেকীর রাজ্যে অন্ধ কার্যে মৃত্যু ঝলকে,
মুহুর্তেই বিলীন প্রান মুষ্ঠির সাথে,
সিদ্ধি ছেড়ে ঋদ্ধি আজি ভিন্ন পথে ডাকে,
যে পথে নিঃসঙ্গ প্রান, সঙ্গীহীন রথে।
স্থানান্তর স্রষ্টার নজির, মিথ্যার হারে,
পরম্পর খাদক হবে ধন ভক্ষনে,
পাপের পাল্লা ভোগাবে শুধুই পাপীরে।
বানোয়াট স্বপ্ন সুখ পূর্ণ মিথ্যা ম্লানে,
ক্ষমা কর প্রভু, এই নগন্য বান্দারে,
মৃত্যু চির সত্য জীবনের অবসানে।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩
ধ্রুবক আলো বলেছেন: লেখা সুন্দর হইছে, অভিনন্দন
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:১১
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতাটি খুবই লেগেছে ভাল । সকলেরই উচিত হবে
সুরা ফাতেহা পাঠ করা বেশী বেশী ভাবে। উম্মোল
কোরান পাঠে সকলের সকল কিছু ধুয়ে মুছে
পুণ্য সলিলা হবে, মুক্তি পাবে মনুষ্য ও মানবতা
একসাথে ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: কবি ভাই অনেক দিন দেখা নাই, ভাল আছেনতো ।
দোয়া করি ভাল থাকুন ।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক সুন্দর কবি বন্ধু
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে গিয়ে লিখাটি দেখে মন্তব্য করার জন্য । সেখানে অমার পোস্ট এর উপরে করা মন্তব্যের উত্তর ডাউনলোডে কিছু টেকনিক্যল সমস্যা দেখা দেয়ায় ও অস্বাভাবিক বিলম্ব হতে থাকায় সেটা রিপোস্ট করা হয়েছে , এটা আপনার সদয় অবগতির জন্য ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: খুব সুন্দর সনেট!
দেহান্তর সষ্ট্রার নজির সৃষ্টির হারে
এই লাইনটা একবার দেখে নিলে ভাল হয়!
খুব ভাল লেগেছে! প্রথম প্লাস!