![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
মাতৃকোল হতেই ছুটে চলেছি আমরা
ছুটে চলেছি গ্রাম বাংলার কাদা মাখা মেঠো পথ হতে,
শহর নগর আর স্বদেশের সীমান্ত পেরিয়ে,
এ প্রান্ত হতে ও প্রান্তে, দিক হতে দিগন্তে।
জল, স্থল আর আকাশ পথ পাড়ি দিয়ে,
দেশ-বিদেশে, শহরে-বন্দরে ছুটেছি আজও,
ছুটেছি আমি , ছুটেছে জগত ,
ছুটেছে মানব কুল, যে যার মত, অবিরত।
তবে এ কেমন পথচলা!
যে পথের সীমান্ত অজানা।
পেছনের দিক তার সোনার হরিণ
অগ্রভাগে রাক্ষুসে নেকড়ে,
মিটে যাবে জীবনের অমৃত অাস্বাদন
যেদিন সে ঘুরে দাঁড়াবে ।
সেদিন পাবেনা সময় শোধরাতে,
অলিক স্বপ্নের হবে অবসান গন্তব্যে।
সেই শেষ সীমানা, আছে কার জানা?
তবে কী উন্মাদের মতো আত্মহারা হয়ে ঐ
সুনিশ্চিত মৃত্যুর পথে হাঁটছি?
এ পথে দিশেহারা মানবের কষ্টগুলো যার যার মত,
কেউ বুজেনা কারো দুঃখ।
বানিয়েছে অস্ত্র, বানিয়েছে বস্ত্র,
ঔষুধের সন্ধানে ফের নিত্য মসগুল,
ঐ ছন্নছাড়ার খাদ্যদানা মরনাস্ত্রে বিনিয়োগ,
একি শুদ্ধতা ! নাকি ভুল?
প্রশ্ন করো, একবার নিজেকে প্রশ্ন করো।
নিঃস্বের শ্রমের অলংকারে পূর্ণ যেই রাষ্টভান্ডার,
সেই ধনভান্ডার প্রলয়কারী চর্চায় মরিয়া।
অতঃপর লাশগুলো নিঃস্বের,
লাশগুলো রুগ্ন, বৃদ্ধ, নারী, শিশুর।
জন্মের দাগ কুপতে প্রবল নেশায়
মেতেছে জ্ঞানী, মেতেছে গুনি,
মেতেছে প্রলয়কারী চর্চায়।
কিন্তু যদি আরেকটি যুদ্ধ নামে চিত্রপটে
যদি মানব অস্তিত্ব ভোগে সংকটে
যদি বসুধা হরিয়ে যায়,
তবে ভেবেছো কী জ্ঞানী হে !
কোথায় রবে জন্মের দাগ তোমার?
যদি পৃথিবী না থাকে,
কোথায় রবে এ কবিতা!
যদি মানব না থাকে,
কে পড়বে আমার কবিতা?
বৃথা যাবে আমার সমস্ত রাত জাগা,
যদি আরেকটি যুদ্ধ নামে।
মৃত্যুকে গন্তব্য আমি কিভাবে বলি !
যদি কবিতার মৃত্যু না হয়,
কবিতা কি পারে রুখতে আরেকটি যুদ্ধ?
কবিতাকে কিভাবে আমি চিরন্তন ভাবি?
যেখানে অশুদ্ধতা হয়ে যায় শুদ্ধ।
হে মানব !
তবে ফিরে দেখ অতীত,
ডানে বামে তাকাও,
ভেবে নাও কোন পথে যাবে, গন্তব্য কোথায়?
পূর্বে নাকি পশ্চিমে, নাকি শুদ্ধতায়।
তবে কোন পথে ছুটছো তুমি আজ?
কি চাই তোমার? কার জন্য? কেন চাই?
অতঃপর কাকে তুমি জ্ঞানী ভাবো?
এরা যদি জ্ঞানী হয় তবে অজ্ঞানী কে?
এরা যদি সভ্য হয় তবে সন্ত্রাসী কে?
তোমাকে বদলানোর ক্ষমতা শুধুই তোমার
তাই জেনে নাও, কে তুমি?
কি তোমার পরিচয়?
নিজেকে প্রশ্ন করো, শেষবার প্রশ্ন করো
কোন পথে ছুটছো মানব?
এ পথের শেষ কোথায়?
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন শুভ কামানা রইলো।
২| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!
২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০০
কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন নিরন্তর শুভ কামানা রইলো।
৩| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
বিলিয়ার রহমান বলেছেন: কবিতায় লাইক!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
সুমন কর বলেছেন: ছুটছি আমরা ছুটছি ....এ ছোটা-ছুটি থেকে কেউ যদি আমাদের থামিয়ে দিত...তবে বেশ হতো।
কবিতা ভালো হয়েছে।