![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
কবি নজরুল
হাফেজ আহমেদ
বঙ্গাকাশের উজ্জ্বল শশীতারা
যুদ্ধার স্পর্ধার হিল্লোল,
নবীন চিত্তে তুমি নব নব স্বপ্নের
কল কল কল্লোল।
মহাপ্রলয়ে নটরাজ তুমি
বিদ্রোহী রণবীর,
ব্যাবিচারীর জম তুমি
চির উন্নত তোমা শীর।
কালজয়ী ভুবনজয়ী তুমি
জয়ী মায়ের আঁচল,
একালে সেকালে তুমি
অনন্ত অবিচল।
দুর্বলের বল তুমি
জোয়ানের বলিষ্ঠ হুংকার,
পথহারা পথিকের দিশা তুমি
বিশ্বজুড়ে তোমার জয় জয়কার।
ক্লান্তিময় অবসাদে তুমি
শরতের কাঁশফুল,
হতাশার বুকে বাঁচার প্রেরনা
তুমি কবি নজরুল।
২| ২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫১
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল দ্রোহের ও প্রেমের কবি ননজরুলকে নিয়ে রচিত কবিতাখানি ।
শুভেচ্ছা জানবেন ।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:০৩
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!

ভালোথাকুন!