![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
দাদা বলেছিল এই বাড়িটি নাকি তার
বাবা বলেছিল বাড়ি আমি ছাড়া কার?
দাদা চলে গেল, বাবা চলে গেল,
সেই বাড়িটি-ই আজ আমি বলছি আমার।
কবে কার এই বাড়ি কে জানে কার?
একে একে কত শত তার দাবিদার,
ডাক্তার মরে যায়, রুগিও মরে,
নেই কোন অপশন বেঁচে থাকার।
মাটি বলে, ওহে মানব !
আর কত আমার আমার?
কত জমিদার কত বাহাদুর
খেয়েছি খাচ্ছি মিটেনা আহার।
ছিলেনা রবে না তুমি
বাড়ি চিনে হয়ে যাও মানুষ,
মন্দ কাজ করিলে বলো
নরকের কি দোষ?
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ২:৫৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাই, কেমন আছেন? ব্লগে এসে আপনাকে এবং আপনার টাইম লাইনের গুরুত্বপূর্ণ তথ্য সমূহ মিস করি সব সময়। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। সময় করে টাইম লাইন ঘুরে আসবো। ভালো থাকবেন , শুভ কামনা।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ৩:০০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৬ ভোর ৬:২১
ডঃ এম এ আলী বলেছেন: পরের জমি পরের বাড়ী
তথায় আমি বসত করি
জানিনা কেমন হবে আমার
বাড়ী ।
ধন্যবাদ ভাল লাগল কবিতা ।