![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
খোদার আরশ কাঁপছে
হাফেজ আহমেদ
পুড়ছে আবাস নিভৃত নিবাস
মানবতার শুদ্ধ নির্মান, জ্বলে পুড়ে খান খান,
চুপচাপ জগত, চুপচাপ বিশ্বমত
আগুনের লেলিহানে ভষ্ম আরাকান।
কিশোরির রক্তের চাপে রুদ্ধ কপাট
ভিজে যায় খোদার ঘর, জেগে রয় পাপ
বিশ্বজুড়ে মুসলিম হত্যার, এ কোন রহস্য মানবাতার?
পাপীতাপির মিলে যায় সহজ মাফ সাফ।
চারিদিকে লাশ, পচাগলা লাশ, রক্তাক্ত লাশ
জুলন্ত লাশ, মণ্ডুহীন লাশ, লাশের জুসপ্যাক,
আলো আঁধারে লাশ, মাটিতে পানিতে লাশ, উলঙ্গ লাশ
বোবা পল্লীতে শুধু লাশের ফিডব্যাক।
জালেমের হস্ত কাঁপে না যে আজ
বিকট শব্দে কেউ তোলে না আওয়াজ,
বাঁধাহীন হত্যা, নীরব হত্যা, ঘুমন্ত হত্যা
অসহায় মানবের নেই খোঁজ প্রতিরোজ প্রলয়ের সাজ।
রক্তের ছলছল নৃত্যে বুনো শকুনের ভীড় বাড়ছে
দেরি নেই অচিরেই গজব আসছে আযাব আসছে,
অভিশাপ অভিশাপ বোবা কান্নার অভিশাপে
ঐ দেখ আকাশের পানে খোদার আরশ কাঁপছে।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
©somewhere in net ltd.