![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
নগ্ন লোচন সিক্ত জলে, ডাহুক ডাকা ভোরে,
শাপলা, শালুক, পদ্ম, গোলাপ, শীতলক্ষার তীরে।
গাও গ্রামের মেঠো পথে, দস্যি ছেলের গান,
দেখিনি সে কতকাল, বাংলা মায়ের প্রান।
শঙ্খচিল আর চিংড়ি মাছের, উড়ুৎ পুড়ুৎ খেলা,
বৃষ্টি ভেজা কদম ফুল আর, হাসনা হেনার মেলা।
মৌ মৌ গন্ধে মুখরিত, মায়াবি সেই বিকেল,
মুক্তা ঝরা রোদলা হাসি, সারস পাখির খেল।
বরষার ভরা জলে, ছলছলানির ঢেউ,
মাঝিমাল্লা ফিরছে দেখ, বাউল গানে কেউ।
কাদা জলের সবুজ মাঠে, দুলছে সোনার ধান,
কুলি মজুর চাষীর হাসি, বাংলা মায়ের প্রান।
রাতের আকাশ ভোরের শিশির পড়ছে মনে খুব,
রাখালিয়ার বাঁশির সুরে, হারিয়ে যাওয়া সুখ।
হিজল দিঘির হিম শীতলে, শুভ্র মেঘের ঘোলা,
জোড়া শলিকের কিচিরমিচির, যায়না কভু ভুলা।
আলোর চটায় এলোপাথারী, অশ্রুত দু"চোখ,
বাংলা পানে চিত্ত নয়ন, রয় যে অপলক।
বউ কথা কয় গায় না পাখি, বাঁশ বাগানের ঝাড়ে,
দুরের মাটি কয় না কথা, হিজল দিঘির পাড়ে।
প্রবাস মনে বাতায়নে, চেয়ে নিরবধি,
অশ্রুত চোখ ঘুরে বেড়ায় বাংলা অবধি।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩০
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন শুভকামনা রইল।
২| ০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
শুভ সকাল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি। ভালো থাকবেন শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৯
শাব্দিক হিমু বলেছেন:
প্রবাস মনে বাতায়নে, চেয়ে নিরবধি,
অশ্রুত চোখ ঘুরে বেড়ায় বাংলা অবধি।
না পাওয়া থাকবেই। চাওয়াগুলো পাওয়ার উপরের তাকেই জমানো থাকে।
লেখা সুন্দর হয়েছে।
শুভ কামনা।