![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
মানব রূপে ভণ্ড কারা?
দেখরে এবার দেখরে তোরা,
বিশ্বজুড়ে রক্ত চুষে নিচ্ছে কারা বীরঙ্গনা?
জাগরে অরুন জাগরে তরুন
জাগরে যুবক জওয়ান যারা,
লকলকিয়ে রক্ত নেশায়
ওত পেতেছে ফারা ফারা।
শিকল দিয়ে বিকল ভীড়ে
বন্দি কেন আমজনতা?
লাথি দিয়ে মণ্ডু ছিড়ে
শকুন শুয়র বর্বরতা,
স্বার্থবাদীর চরম থাবায়
কাঁদছে কেন মানবতা?
মানব রূপে ভণ্ড কারা ?
বিশ্বজুড়ে দেখরে তোরা।
বিশ্বনাশে কে মেতেছে?
প্রলয় নেশায় কে হেসেছে?
আগুন নিয়ে খেলছে কারা?
অন্ধ কারা ভণ্ড কারা?
রক্ত গোসল নিত্য করে
পরের ঘাড়ে দোষ চাপিয়ে,
বন্ধ ঘরে অন্ধকারে
কার ইশারা কার ইশারা?
নাচের পুতুল দেখছো যারা
একটু দাঁড়া একটু দাঁড়া,
পেছনে থেকে দিক বিদিকে
রিমোর্ট নিয়ে চলছে কারা?
মানব রূপে ভণ্ড কারা?
খোলা চোখে দেখরে তোরা,
দেখরে এবার দেখরে তোরা।
মানবতার বসত ভিটা
পোহায় কেন রক্ত ছিটা?
নেই প্রতিবাদ, নেই প্রতিরোধ,
খুনি শেখায় মানবতা।
মরুর বালি রক্ত নালি
দগ্ধ মায়া দগ্ধ কায়া,
কে দেয় নাড়া? কে হয় ভায়া?
অন্ন হারা বস্ত্র হারা
ছন্নছাড়া হচ্ছে কারা?
কার ইশারা কার ইশারা?
জাগরে অরুন জাগরে তরুন
জাগরে যুবক জওয়ান যারা,
জাগরে মানব জাগরে সেনা
জাগরে যুবক যুদ্ধা যারা।
হৃদয় খুলে আলো জ্বেলে
দীপ্ত আলোয় হও বলিয়ান,
প্রলয় খেলা মুছে ফেলা
হোক সকলের মূল খতিয়ান।
কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৫
শাহরিয়ার কবীর বলেছেন:
পড়ে ভাল লাগা রেখে গেলাম।
১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪১
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি চমৎকার হয়েছে!
১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫
কথাকথিকেথিকথন বলেছেন: আগুয়ান স্লোগানের কবিতা । ভাল লেগেছে ।
১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৫| ১০ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।