নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

বিদ্রোহী কলম

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১২

জালেমের হস্তক্ষেপে কোনদিন এ কলম
থেমে যাবে না,
রজনী গভীরে ঘুমন্ত জনতার ভীড়ে
এ কলম ঘুমিয়ে রবে না,
এ কলম সত্যের পথে, শান্তির পথে
বাধাহীন লিখবে, চিরদিন লিখবে,
লিখবেই লিখবেই লিখবে।

এ কলম মৃত্যুর জম ভয় করে না,
এ কলম ক্ষমতার বড়াই কোনদিন
পরোয়া করে না,
এ কলম উমরের হুম্কার,
এ কলম আলীর তলোয়ার,
এ কলম অবিরাম বিধাতার গান গাইবে,
সাম্যের গান গাইবে, চিরদিন গাইবে,
গাইবেই গাইবেই গাইবে।

এ কলম নিঃস্বের ষোল আনা বুঝিয়ে দেবে,
এ কলম মজলুমের কলিজার রন্ধ্রে রন্ধ্রে
জাগরণের ছবি আঁকবে,
কলমের হাকে একদিন জনতার ঘুম ভাঙ্গবে,
বাধা র দেয়াল ডিঙ্গিয়ে একদিন শুভদিন আসবে,
নিশ্চয় আসবে, আসবেই, আসবেই, আসবে।

এ কলম সুনামি , এ কলম সাইক্লোন,
ধরনীর বুকে এ কলম মহা আলোড়ন।
এ কলম চিরদিন একতার সুর তুলবে,
দিকবিদিকে কোলাহল জেগে উঠবে,
সাহসে শক্তিতে এ কলম
চিরদিন লড়বে, নিশ্চয় লড়বে,
লড়বেই লড়বেই লড়বে।

অর্থের কাছে এ কলম কোনদিন হেরে যাবে না,
জড়ের বাতাসে এ কলম উড়ে যাবে না,
এ কলমের কালি কোনদিন শেষ হবে না,
মানুষের ভীড়ে মানুষের হাতে এ কলম
জেগে থাকবে, চিরদিন বেঁচে থাকবে,
নজরুলের থেমে যাওয়া বাক
আবারো জাগবে, নিশ্চয় জাগবে,
জাগবেই জাগবেই জাগবেই।

এ কলম পাপের পূজা করে না,
এ কলম কখনো কাঁদতে জানেনা,
এ কলম কেয়ামতের ভয় করে না,
পাপিষ্ঠের ভীতে এ কলম আঘাত হানবেই,
আগুনের বাধ ভাঙ্গা আওয়াজ তুলবেই তুলবে,
শতকাদা শতবাধা হারবেই হারবে,
নিশ্চয় হারবে, হারবেই, হারবেই, হারবে।

জনকল্যাণে এ কলম চিরদিন চলবে,
গহীন আঁধারে আলোর মশাল হয়ে জ্বলে থাকবে,
মঙ্গলদ্বীপ জ্বেলে দুঃখি মানুষের মুখে
এ কলম একদিন হাসি ফুটাবে, নিশ্চয় ফুটাবে,
ফুটাবেই ফুটাবেই ফুটাবে।

যতদিন শুভ দিন আসবেনা,
যতদিন মানুষ মানুষ হবে না,
ততদিন এ কলম চলবে, বাধাহীন চলবে,
মিথ্যার মুখোশ খুলে এ কলম শুদ্ধ ইতিহাস তুলে ধরবে।

শুদ্ধতার হাতছানিতে
শন্তির বলাকারা নীড়ে ফিরবে,
বাধার দেয়াল ডিঙ্গিয়ে একদিন শুভদিন আসবে,
নিশ্চয় আসবে, আসবেই, আসবেই, আসবে।
দুঃখি মানুষের মুখে হাসি ফুটিয়ে
এ কলম বিজয়ের হাসি হাসবে,
হাসবেই, হাসবেই, হাসবে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:১৬

অরুনি মায়া অনু বলেছেন: কলম নিয়ে চমৎকার কবিতা। আসলেই একটি কলম কত শক্তিশালী। একটি কলম মানে লক্ষ লক্ষ প্রতিবাদী কণ্ঠ। সুন্দর লিখেছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

ধ্রুবক আলো বলেছেন: কলম কখনো থেমে থাকে না! কোন বাধা আটকাতে পারে না,
কলম নিয়ে খুব সুন্দর একটি কবিতার জন্য অনেক অভিনন্দন ও শুভ কামনা
+++++

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১২

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি ভাই।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

সিগনেচার নসিব বলেছেন: কবি হে মুগ্ধতা রেখে গেলাম

১৭ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ কবি ভাই।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৮

বিলিয়ার রহমান বলেছেন: কলম লিখে চলুক অবিরত...

কবিতায় লাইক

৫| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:২৮

একজন সত্যিকার হিমু বলেছেন: এ কলম পাপের পূজা করে না,
এ কলম কখনো কাঁদতে জানেনা,
এ কলম কেয়ামতের ভয় করে না,
পাপিষ্ঠের ভীতে এ কলম আঘাত
হানবেই,
আগুনের বাধ ভাঙ্গা আওয়াজ তুলবেই
তুলবে,
শতকাদা শতবাধা হারবেই হারবে,
নিশ্চয় হারবে, হারবেই, হারবেই,
হারবে।
-

চমত্‍কার কবিতা ।ভাল লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.