নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

একটি দীর্ঘশ্বাস

২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৩৩

স্বাধীনতা চাই বলে করেছি হুঙ্কার,
করেছি সভা মিছিল কতকাল ধরে,
ছেড়েছি আপন ভিটা ছেড়েছি আহার,
দাবি আদায়ের হাল ধরেছি অঝোরে।
রক্তক্ষয়ী যুদ্ধ বহে মহাচরাচরে,
আপন স্বজন সাথী ফিরে না যে আর,
লাশের মিছিল রন্ধ্রে রন্ধ্রে মৃত্তিকার,
হায়েনারা হলি খেলে রক্তের সাগরে।

দেশ পেয়েছে রক্তিম এক লাল সূর্য,
দাবিগুলোর মিলেছে পূর্ণ স্বাধীনতা,
বেনামীরা অধিকার করে নিল ধার্য,
পর গোলামী আজও মোর জান পন্থা।
এ কি ছিল তবে মোর স্বপ্নের লালনে?
প্রশ্নটির স্বাধীনতা বিলুপ্ত হরনে।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৪৫

চাঁদগাজী বলেছেন:

"স্বাধীনতা চাই বলে করেছি হুঙ্কার,
করেছি সভা মিছিল কতকাল ধরে, "

-আমার জানামতে, বাংগালীরা ১৯৭০/৭১ সালে স্বাধীনতা চেয়ে সভা মিছিল করেনি, ২৫ মার্চ রাতে আক্রমণ আমাদেরকে স্বাধীনতার পথে নিয়ে গেছে।

সেই কারণ, অনেকেই স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলো না।

২৫ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভাইজান যুদ্ধ চলাকালীন সময়ে দেশ কিন্তু স্বাধীন হয়ে যায়নি, আমি ১৯৭১ এর ১৬-ই ডিসেম্বরের আগের এবং ২৬শে মার্চের পরের দিনগুলোর কথা বলছি। ২৬ শে মার্চের পর বাঙ্গলি জাতি স্বাধীনতার জন্যই যুদ্ধ/হুঙ্কার করেছে। আমাদের কাঙ্ক্ষিত এই স্বাধীনতা
হুঙ্কার ছাড়া আসেনি। আর প্রকৃত সত্য হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙ্গালি জাতির হৃদয়ে স্বাধীতার বীজ বপন করেছে। অসাধারন মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৪:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর কবিতা । কবিগন মন মানসিকতায়
সব সময় স্বাধীনই থাকেন ।
কবি নজরুল জেল খানায় থেকে লিখেছেন
শিকল পড়া ছল মোদের শিকল পড়া ছল
এই শিকল পড়েই করব তোদের বিকল ।

শুভেচ্ছা রইল

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোবাসায় প্রতিবারের মত আমি মুগ্ধ। কবিতার থিম উপলব্ধি করতে পারায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা এবং শুভকামনা সবসময়।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:




বাঙালি জাতির হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা
এমনি এমনি আসেনি, একদিনে আসেনি, বহুত্যাগ, অনেক রক্ত আর ঐক্যের যোগফল আমাদের স্বাধীনতা।
কবিতায় কৃতজ্ঞতা রেখে গেলাম। কবিকে ++++++++

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতার থিম উপলব্ধি করতে পারায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা এবং শুভকামনা সবসময়।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:১৩

একজন সত্যিকার হিমু বলেছেন: চাঁদগাজী ভাইয়া,এতো চমত্‍কার কথা আপনি পান কোথায় ?
মুগ্ধ হয়ে যাই ।

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম । চাঁদগাজী ভাই দারুন বলেছে। মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২৪

ধ্রুবক আলো বলেছেন: কবি লেখা অসাধারন,
কবিতায় মুগ্ধতা....

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ কামনা সবসময়।

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!:)

লাইক!:)

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভ কামনা সবসময়।

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৭ রাত ১:০৬

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। প্লাস।

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতার থিম উপলব্ধি করতে পারায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা এবং শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.