নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

সামহ্যোয়ার ইন ব্লগের একজন নিরাপদ ব্লগার হিসেবে আমি গর্বিত।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

world largest bangla blog প্রিয় somewhere in blog-a আজ আমার blogging এর ৪ বছর ১ দিন পূর্ণ হলো।
সামহ্যোয়ার ইন ব্লগের একজন নিরাপদ ব্লগার হিসেবে আমি গর্বিত। তবে আজ একটি কথা বলতে চাই যে, এখানে আমি শিখতে এসেছি। এখানে আমি কবি হতে আসিনি কিন্তু যখন দেখলাম অনেকে এখানে ভিন্ন নাম ব্যবহার করছে এবং করার সুযোগ রয়েছে তখন আমি আমার নামের আগে কবি শব্দটি এড করেছিলাম। কারন, ছোটবেলা হতেই কবি হওয়া আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিলো। আর সেই স্বপ্নের উপর ভর করে হাজার খানেক কবিতা লিখেও যখন প্রচার প্রসারের কোন মাধ্যম পাইনি ঠিক তখন-ই আমি সন্ধান পেলাম অন্যান্য ব্লগের সাথে প্রিয় সামহ্যোয়ার ইন ব্লগের সন্ধান। আর ভিন্ন নাম বা ছন্দ নামের একটি শব্দ হিসেবে কবি শব্দটি ব্যবহার করলাম। কিন্তু আমি আমার নিজেকে কখনই কবি ভাবিনা , এমনকি আমার নামের আগে শব্দটি বেমানান তা আমি উপলব্ধি করছি। নামটি সংশোধন করার পদ্ধতি জানিয়ে যদি ব্লগ কর্তৃপক্ষ আমাকে সহযোগীতা করে তবে আমি চির কৃতজ্ঞ থাকবো। ভালো কিছু শেখা এবং দেশ ও জাতির কল্যানে সামুর মাধ্যমে ভালো কিছু লিখা উপহার দেওয়ার চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখাই এখানে আমার একমাত্র উদ্দেশ্য। সবাই ভলো থাকবেন, শুভকামনা নিরন্তর।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

সুমন কর বলেছেন: আপনার সমস্যা [email protected] এখানে জানিয়ে মেইল করুন। সমাধান পাবেন।

৪ বছর পূর্তির জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা...... !:#P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো প্রিয় ভাইয়া...... !:#P

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগার সুমন করের পরামর্শ মতো কাজ করুন। আশা করি, সমাধান হয়ে যাবে।

ব্লগে ৪ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: সহযোগীতার জন্য কৃতজ্ঞতা ও ভালোবাসা জানবেন। ধন্যবাদ প্রিয়।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগার সুমন করের পরামর্শ মতো কাজ করুন। আশা করি, সমাধান হয়ে যাবে।

ব্লগে ৪ বছর পূর্তিতে আপনাকে অভিনন্দন।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানবেন প্রিয়।<<<<<<< !:#P

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


৪ বছর টিকে আছেন, এটা একটা বিষয়, আপনাকে অভিনন্দন।

"কবি" শব্দটা থাক, এটা নিয়ে ৪ বছর ছিলেন, এখন অসুবিধা কোথায়, আমরা আপনাকে কবি হিসেবেই মনে রাখতে চাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, তখনতো ছন্দ নাম হিসেবে শব্দটি যোগ করেছিলাম। কিন্তু এখন লজ্জা হয়। মাঝে মাঝে ভাবি কিভাবে আমি কাজটি করলাম আর পরিবর্তনের কোন উপায় জানতাম না। দোয়া করবেন আপনাদের ভালোবাসায় একজন প্রকৃত কবি হওয়ার স্বপ্ন দেখি। তাহলে এখন কি করবো ভাইজান? এই মূহুর্তে উভয় সংকটে পড়ে গেলাম।..... !:#P

৫| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৮

ডঃ এম এ আলী বলেছেন:



দু:খিত বিলম্বে পাঠের জন্য । মনে করেছিলাম বিদেশে ব্যস্ত আছেন তাই আসা হয় না ব্লগে।
আমারতো মনে হয় নামের আগে লাগানো কবি শব্দটি পরিবর্তনের কোন প্রয়োজন নেই
এ মহুর্তে । গত চার বছরে কবি নামটির প্রতি সুবিচার করেছেন সঠিক ভাবে । তাই
কামনা করি ও দোয়া করি সকলে কাছে প্রিয় কবি হয়েই বিচরণ করুন এ ব্লগে ।
তবে গনমুখী কবিতার চেয়ে ভাবের কবিতা‌ই বেশী স্থায়ীত্ব পায় এ ভবে।
যাহোক, কবি গুরু বলে গেছেন কবি যা লেখে তাই ভবিষ্যতে ঘটে।
চার বছর পুর্তীতে প্রিয় কবির প্রতি রইল প্রাণডালা শুভেচ্ছা।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া, হৃদয়ের গভীর হতে একরাশ অকৃত্রিম ভালোবাসা জানবেন। আপনি ঠিক ধরেছেন। প্রবাসে কর্ম জীবনের ব্যাস্ততা আর পিঁছু ছাড়ছেনা তবে আমি তা দারুন উপভোগ করছি। নাম তাহলে আর পরিবর্তন করলাম না। তাহলে এভাবেই চলুক, চলতে থাকুক শেষ গন্তব্যে। ধন্যবাদ প্রিয় ভাইয়া। ভালো থাকবেন, শুভকামনা সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.