নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আবার জন্মিতে চাই

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৪

তৃষ্ণার্ত জনতার অমৃত হয়ে
গরিবি আত্মার প্রশান্তি লয়ে
ভোরের শিশির বিন্দুতে
কৃষাণীর হাসির কোমলতায়,
আবার জন্মিতে চাই মাগো সোনার বাংলায়।

ক্লান্ত পথিকের মাথার ছায়ায়
যমিনের কান্নায় বৃষ্টির বারতায়
হীম শীতলের হৃদ্যতা লয়ে
চৈত্রের ঐ দারুন খরায়,
আবার আসিব ফিরে আমি এই বাংলায়।

সফেদ নীহারীকার আকাশ ছুঁয়ে
সবুজের ছায়া ঘেরা নীরব অরণ্যে
স্বর্গ সুখের জোয়ারে ভেসে
উঁচু নিচু পাহাড়ের গা ঘেষে
উড়ন্ত বলাকার শীতল ছায়ায়,
বাংলায় কবিতা লিখতে আমি আসিব ফিরে এই বাংলায়।

লাখো শহিদের স্বপ্ন সাজিয়ে
মাছরাঙার রংগে বঙ্গ রাঙিয়ে
বাংলা মায়ের অশ্রুত চোখে
মমতার আপ্লুত ছোঁয়ায়,
বাংলায় কথা বলতে আমি আসিব ফিরে এই বাংলায়।

অনাথের মাথায় হাত বুলাতে
ক্ষুদার্তের মিছিলে সূর মিলাতে
প্রতিবাদী কলমের কালিতে মিশে
শরতের কাঁশফুলে পূবালী হাওয়ায়,
আবার জন্মিতে চাই মাগো সোনার বাংলায়।

নদীর কলতানে পাখিদের গুজ্ঞনে
বুনো হাসের মাতামাতি
এই বঙ্গ মাটিতে খাঁটি হয়ে
বঙ্গ যেন হয় গো মোর স্বর্গ সাথী,
চাতক মনে বাতায়নে মম প্রার্থনায়,
আবার জন্মিতে চাই মাগো তোমার কলিজায়।

শহিদের পদতলে বাংলার কোলে জন্মে আবার
বাংলায় ঘুমোতে চাই,
এই পচা দেহের মৃত্তিকায় যেন
বাংলার গন্ধ খুঁজে পাই,
স্বপ্ন বুনি তাই অনন্ত ভাবনায়,
বাংলার কাদা জল মাখিতে মাগো
আবার আসিব ফিরে আমার বাংলায়।

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা +++++


শুভ কামনা রইল কবি ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম প্রিয় কবি ভাই। ভালো থাকুন সবসময়। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

২| ২৮ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে উৎসাহিত হলাম প্রিয় কবি ভাই। ভালো থাকুন সবসময়। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.