নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কবি মন

২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২২

নির্ঘুমে নিশ্চল নিশি কাটে না যে আর
কত কথা কবি মনে একেলা নির্জনে
কত রংগে স্বপ্ন বুনে কত সমাচার
কবির কর্মে রবি জন্মে আঁধার বর্জনে।
নিরুদ্ধে ঊর্ধ্ব শপথে সাহিত্য গর্জনে
চন্দ্র তারা দিশেহারা ফুটে অলংকার
কাব্য রসে সভ্য বেশে কল্পিত সংসার
ঊর্ধ্বে নিম্নে মোটে কবি ঘুরে জনে মনে।

বিশ্ব পূজারী সাধুর অনন্ত আহারে
দিবা নিশি বুনে রুচি নানা আহলাদে
কাব্য জন্মে ফাঁসে কবি মাতাল বাহারে।
শব্দে শান্ত হয় জ্বালা দারুন বিষাদে
তাই হাসতে পারে কবি হাসাতে পারে
কাঁদতেও পারে কবি কাঁদিয়ে স্ব-স্বাদে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পড়েছি।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ভালোবাসা এবং শুভকামনা আপনার জন্য।

২| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫০

কথাকথিকেথিকথন বলেছেন: কবি ভাবনা ভাল লেগেছে । কবি কাঁদাতেও পারে আবার হাসাতেও পারে । এ বড় সত্য ।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম প্রিয় কবি ভাই। ভালো থাকুন সবসময়। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

নাইম রাজ বলেছেন: কবিতা ভালো লেগেছে ।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে অনুপ্রাণিত হলাম। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


কবি আমাদের মৃত সমাজকে আরেকবার প্রাণ দিক।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: কবুল কর হে দয়াময়, তাই যেন হয়, তাই যেন হয়। আপনার মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।

৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

ব্লগ মাস্টার বলেছেন: ভালো লাগল কবিতা।

২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে অনুপ্রাণিত হলাম। মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১০

সেলিম আনোয়ার বলেছেন: তাই হাসতে পারে কবি হাসাতে পারে
কাঁদতেও পারে কবি কাঁদিয়ে স্ব-স্বাদে।
ভাল লাগলো এ দুটি চরণ ।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগায় আমি অত্যান্ত আনন্দিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন। শুভকামনা।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৪

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০১

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া, আপনার ভালো লাগা আমার অনুপ্রেরনা। হৃদয়ের গভীর হতে একরাশ ভালোবাসা আপনার জন্য। শুভকামনা সতত।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৬

বিলিয়ার রহমান বলেছেন: কবি!!!

এই লোকগুলো ভয়ংকর রকমের বঞ্চিত!! সারাজীবন সংগ্রাম করে যায়!! কেউ পাঁচ পয়সারও দাম দিতে চান না!


কবির হাসিটা সবার
কিন্তু কান্নটা কেবল কবির একার!!!:)


আপনার কবিতায় ভালোলাগা!:)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক মূল্যবান কথা বলেছেন কবি। শতভাগ সত্য কথন তবে কবির এমন কিছু কবিতা এই নশ্বর পৃথিবীতে থেকে যায়, যা অনন্ত কাল মানুষকে কাদিয়ে যায়। মন্তব্যের জন্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সবসময়।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর প্রতি উত্তর করার আপনাকেও ধন্যবাদ! :)

২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: স্বাগতম সবসময়। শুভেচ্ছা নিরন্তর।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০১

খালিদ১২২ বলেছেন: হে শুভ কামনা

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়া। ভালো থাকুন সবসময়। শুভকামনা সতত।

১১| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:০৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভাই। আপনার প্রশংসা পেয়ে খুশি হলাম। ভালো থাকুন , শুভকামনা সবসময়।

১২| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৩

ধ্রুবক আলো বলেছেন: তাই হাসতে পারে কবি হাসাতে পারে
কাঁদতেও পারে কবি কাঁদিয়ে স্ব-স্বাদে।


কবিদের জীবন অনেক কঠিন, আর কঠিন না হলে কবি হওয়া যায় না!!

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: একদম ঠিক বলেছেন প্রিয় কবি ভাই। আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

১৩| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৪

নতুন বিচারক বলেছেন: ভালো লাগল।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগায় আমি অত্যান্ত আনন্দিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন। শুভকামনা।

১৪| ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
"শব্দে শান্ত হয় জ্বালা দারুন বিষাদে
তাই হাসতে পারে কবি হাসাতে পারে
কাঁদতেও পারে কবি কাঁদিয়ে স্ব-স্বাদে।" অনেক অনেক মুগ্ধতা আর ভালোবাসা রেখে গেলাম ভাই।
আপনার সনেটে শ্রদ্ধা রইল, শ্রদ্ধা কবি মনে।

সুন্দর একটা সনেট উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা রইল।
শুভকামনা সবসময়।

২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ২:২৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মনমুগ্ধকর মন্তব্যে আমি অভিভূত এবং দারুন উৎসাহিত হলাম। হৃদয়ের গভীর হতে একরাশ অকৃত্রিম ভালোবাসা আপনার জন্য। শুভকামনা সতত।

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩০

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা ++++


শুভ কামনা রইল।

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে উৎসাহিত হলাম প্রিয় কবি ভাই। ভালো থাকুন সবসময়। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কবিতা অনেক সুন্দর হয়েছে।

৩০ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভাই। আপনার প্রশংসা পেয়ে খুশি হলাম। ভালো থাকুন , শুভকামনা সবসময়।

১৭| ০২ রা মে, ২০১৭ রাত ১১:১৩

খায়রুল আহসান বলেছেন: কবির মনন নিয়ে রচিত সুন্দর কবিতা। + +

০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া, আপনার মুখ হতে প্রশংসা পেয়ে সত্যিই অনুপ্রাণিত হলাম। পাঠ এবং মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হৃদয়ের গভীর হতে একরাশ অকৃত্রিম ভালোবাসা আপনার জন্য। শুভকামনা সতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.