![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
দল আমি বুঝি না, লীগ পার্টি খুঁজি না,
ধর্মের নাম বেচে কাঁচা কলা খাই না,
সাইনবোর্ড ঝুলিয়ে ব্যাংক বীমা লুটিয়ে
গরিবের পেটে লাথি মেনে নিতে পারি না।
সাধু সেজে চুরি করে হীরাচুনি পান্না,
ডানে বামে অবিরত জননীর কান্না,
জননীর বুক ছিঁড়ে, অচল সনদ নিয়ে,
সাধু ছেলে হতে আমি চাই না, চাই না।
নেতাদের ভীড়ে আমি খুঁজে চলি নেতা,
জনতার ভীড়ে খুঁজি সেই জনতা,
হাসবে হাসিতে যার বঙ্গ মাতা,
দেশপ্রেম হবে তার মূলপন্থা।
যেখানেই রবে যত বাঙ্গালির লেশ,
হোক তা প্রবাস কিংবা স্বদেশ,
প্রতিটি হৃদয় হোক এক একটি বাংলাদেশ।
এইটুকু স্বপ্ন আমার এইটুকু গান,
সকলের তরে করি এই আহবান।
০১ লা মে, ২০১৭ রাত ৯:৫৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মনোমুগ্ধকর মন্তব্য আমাকে দারুন উৎসাহিত করেছে। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন।
২| ০১ লা মে, ২০১৭ রাত ৯:৩৫
সুমন কর বলেছেন: চমককার হয়েছে। +।
০১ লা মে, ২০১৭ রাত ১০:০৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুখে প্রশংসা পেয়ে অনেক খুশি এবং অনুপ্রানিত হলাম। সব সময় পাশে থেকে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় কবি ভাই। ভালো থাকুন , ভালোবাসা এবং শুভকামনা সবসময়।
৩| ০১ লা মে, ২০১৭ রাত ৯:৩৬
ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর মুগ্ধকর কবিতা +++
০১ লা মে, ২০১৭ রাত ১০:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মনোমুগ্ধকর মন্তব্য আমাকে দারুন উৎসাহিত করেছে। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। শুভকামনা সতত।
৪| ০১ লা মে, ২০১৭ রাত ৯:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কামনা ।সুন্দর কবিতা ।
০১ লা মে, ২০১৭ রাত ১০:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার সুন্দর কামনা, প্রশংসা এবং মনোমুগ্ধকর মন্তব্য আমাকে দারুন উৎসাহিত করেছে। অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন, ভালো থাকবেন, শুভকামনা রইলো।
৫| ০১ লা মে, ২০১৭ রাত ১১:০৫
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে আমি অত্যান্ত আনন্দিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন। শুভকামনা।
৬| ০২ রা মে, ২০১৭ ভোর ৬:৪৫
সোহাগ আহসান বলেছেন: সত্যিই চমৎকার
০২ রা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুখে প্রশংসা পেয়ে অনেক অনুপ্রানিত হলাম। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন। শুভকামনা।
৭| ০৩ রা মে, ২০১৭ ভোর ৫:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
এইটুকু স্বপ্ন আমার এইটুকু গান,
সকলের তরে করি এই আহবান।
সুন্দর লিখেছেন , বেশ ভাব গাম্ভির্যময়
পাঠে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল
০৩ রা মে, ২০১৭ রাত ৮:৪২
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় ভাইয়া, আপনার ভালো লাগা জানতে পেরে অনুপ্রাণিত হলাম। পাঠ এবং মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হৃদয়ের গভীর হতে একরাশ অকৃত্রিম ভালোবাসা আপনার জন্য। শুভকামনা সতত।
৮| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:১১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: খুব সুন্দর আহবান।
শুভ কামনা নিরন্তর।
০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে আমি অত্যান্ত আনন্দিত। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৭ রাত ৯:০৯
মিস্টার আহমেদ বলেছেন: বাহ্ মুগ্ধ হয়ে গেলাম।