![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
ঐ পাষণ্ডের সু-ললিত কন্ঠে
আজ হৃদয়ে বিষন্নতা ছুঁয়ে যায়,
উড়ু উড়ু দুঃখগুলোর মৌন মিছিলে
কষ্টের নীহারিকা বাঁধ মানে না,
অন্তরীক্ষে প্রস্ফুটিত ক্লেশ বিষাদ সিন্ধুর ন্যায় বিস্তৃত,
আদ্র জলরাশির বাষ্পে সিক্ত ফুসফুস,
কলিজার পরতে পরতে মরিচার ঝং,
রক্তাক্ত হৃদপিন্ডের আন্দরে বেজে উঠে
রক্তের কল কল কল্লোল।
বর্ণহীন ত্বক, খুসখুসে কাশি,
উর্দির নিচে কংকালসার দুর্বল হাড়,
দীর্ঘশ্বাস প্রস্থানের সন্ধানে ক্লান্ত শরীর,
হতাশার অন্তিম আক্ষেপে রুগ্ন মন।
সারস পাখির ক্ষয়িষ্ণু বিহঙ্গে পালকের ঘাটতি,
নিরানন্দে মৃত যৌবন,
ভোগের রাজ্যে দশ দিক হা করে ওত পেতেছে,
কন্ঠে তাদের, আরো চাই, আরো চাই !
হর্ষে মুখরিত হায়েনারা কুড়ে কুড়ে খাচ্ছে
মস্তিস্কের এক একটি নিউরন,
তবুও অতুষ্ট জগত, অতুষ্ট অভিজন নিরন্তর।
জীবন যুদ্ধে অগোচরে কত রাত রোদনে সিক্ত ছিল !
কত চারপোকার আদি নিবাস এই নিস্ক্রিয় দেহে,
এখনো পুড়ছে শরীর তীক্ষ্ম মরুচরের ক্ষীপ্ত দাহ্যে।
হর্স পাওয়ারের যন্ত্র নয়,
আমি যে রক্তে মাংসে গড়া আস্ত একটি মানুষ।
বক্র কায়ার নির্জল লোচনদ্বারে
এই বিস্তীর্ণ জগতে দেখার কেহ নেই,
নেই কেহ একটু ভাবার,
হৃদয় আজ বড্ড ভরাক্রান্ত,
আগুনের ফুলকির ন্যায় ক্ষীপ্ত হাহাকার আজ মুক্তির অভিযোগ দাখিল করে।
শূন্য কুঠিরে নেমে আসে এক অন্ধকার নুনতা রজনীর ছাঁয়া।
এই নিস্তব্ধ নিশিতে হৃদয় পরতে চিনচিন করে উঠে মুক্তির বন্দনায়,
রাক্ষুসে আগ্রাসনের ছোবল হতে মুক্তি চাই,
বিষাক্ত অক্সিজেন যন্ত্রনা হতে বাঁচতে চাই,
আমি শুধু একটিবার
প্রানভরে স্বস্তির নিশ্বাস ফেলতে চাই,
ঐ রক্তিম সূর্যাস্তের আগে, জীবনের অবসাদে।
০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: হা হা হা হেসে হেসে মুখে হাসি ফুটিয়ে দিলেন ভাই। আর কোথায় আসতে পারি সামু ছাড়া ভাই? থাকুন একসাথে, থাকুন প্রিয় সামুতে। গপসপ আর মলিন মুখে হাসি ফুটবেই। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া।
২| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৫
ধ্রুবক আলো বলেছেন: রাক্ষুসে আগ্রাসনের ছোবল হতে মুক্তি চাই,
বিষাক্ত অক্সিজেন যন্ত্রনা হতে বাঁচতে চাই,
আমি শুধু একটিবার
প্রানভরে স্বস্তির নিশ্বাস ফেলতে চাই,
ঐ রক্তিম সূর্যাস্তের আগে, জীবনের অবসাদে। +++++
এই বিষাক্ত অক্সিজেন আর ভালো লাগেনা!!
০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম।। কি ভাই, এই বিষাক্ত অক্সিজেন আর ভালো লাগেনা!!
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানবেন। শুভ কামনা রইলো।
৩| ০৩ রা মে, ২০১৭ রাত ৯:২৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্লগিং আনন্দদায়ক হোক।
০৩ রা মে, ২০১৭ রাত ৯:৩১
কবি হাফেজ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাইয়া।
সহমত।
হ্যাপি ব্লগিং
৪| ০৩ রা মে, ২০১৭ রাত ১০:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
চমৎকার কবিতা! দ্রোহ লাইনে লাইনে!
০৩ রা মে, ২০১৭ রাত ১০:২১
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় কবি, আপনার মুখ হতে প্রশংসা পেয়ে সত্যিই অনুপ্রাণিত হলাম। পাঠ এবং মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হৃদয়ের গভীর হতে একরাশ অকৃত্রিম ভালোবাসা আপনার জন্য। শুভকামনা সতত।
৫| ০৩ রা মে, ২০১৭ রাত ১১:৪৪
চাঁদগাজী বলেছেন:
বাংলা থেকে বাঘ পালিয়ে গেছে, সেই সুযোগে হায়েনারা ধানক্ষেত দখল করেছে।
০৪ ঠা মে, ২০১৭ সকাল ৭:৪৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন সৃজনশীল মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা এবং কৃতজ্ঞতা সতত।
৬| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো পড়ে। কবিতা ও চিন্তাধারা খুব সুন্দর।
শুভকামনা রইল কবির জন্য
০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগা জানতে পেরে আনন্দিত হলাম। সুন্দর মন্তব্যে এবং কবিতা পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে । শুভ কামনা রইলো।
৭| ০৪ ঠা মে, ২০১৭ সকাল ১০:৫৬
বিএম বরকতউল্লাহ বলেছেন: "আগুনের ফুলকির ন্যায় ক্ষীপ্ত হাহাকার আজ মুক্তির অভিযোগ দাখিল করে"
বাহ চমৎকার।
০৪ ঠা মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মুখ হতে প্রশংসা পেয়ে সত্যিই অনুপ্রাণিত হলাম। পাঠ এবং মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হৃদয়ের গভীর হতে একরাশ অকৃত্রিম ভালোবাসা আপনার জন্য। শুভকামনা সতত।
৮| ০৫ ই মে, ২০১৭ সকাল ১০:০৭
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন কবি!
০৫ ই মে, ২০১৭ রাত ৯:১৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রিয় কবি, আপনার মুখ হতে প্রশংসা পেয়ে সত্যিই অনুপ্রাণিত হলাম। পাঠ এবং মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হৃদয়ের গভীর হতে একরাশ অকৃত্রিম ভালোবাসা আপনার জন্য। শুভকামনা সতত।
©somewhere in net ltd.
১|
০৩ রা মে, ২০১৭ রাত ৯:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সারস পাখির ক্ষয়িষ্ণু বিহঙ্গে পালকের ঘাটতি,
আসুন গপসপ করি।