নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ভাত দাও

০৫ ই মে, ২০১৭ রাত ১০:২৫

অনাথের মুখে দাও অন্ন
পথশিশুর মাথায় দাও হাত বুলিয়ে,
মানুষের কাতারে ওদের করে নাও গন্য
নয়তো রাজনরা রুটি চুরি করবেই
ছিনতাই অবিরত চলবেই।

ক্ষুদার্তের নাড়ী বুঝেনা ধর্ম
দাও তাকে খাদ্য নয় দাও কর্ম
ওদেরকে খেতে যদি নাহি তুমি দিবে
ওদেরকে যদি মানুষ নাহি ভাবা হবে
তবে মানবের আচরন কেন চাইবে?
ভাত দাও !
নয়তো রাজনরা রুটি চুরি করবেই
ছিনতাই অবিরত চলবেই।

ধনিকের লাথি যদি খেতেই হবে,
রাস্তার লেনে যদি ঘুমোতে হবে,
কুকুরের খাবার যদি ছিনিয়ে খাবে,
বস্ত্রহীন উলঙ্গ যদি থাকতে হবে,
মানবের আচরন তবে কেন চাইবে?
ভাত দাও !
নয়তো ছিনতাই অবিরত চলবেই
রাজনরা রুটি ছুটি করবেই।

শিক্ষার আলো যদি গুপ্ত রবে,
ডাক্তার একা যদি মার্কস লাগাবে,
ফুটাপাত বস্তি যদি জ্বালিয়ে দেবে
মানবের আচরন তবে কেন চাইবে?
বাঁচতে দাও, সু-শিক্ষা দাও,
নয়তো রাজনরা রুটি চুরি করবেই
ছিনতাই অবিরত চলবেই।

মানবের আচরন নেই নিতে মানা,
মৌলিক অধিকার দাও ষোল আনা,
অন্যথায় তুমি রয়ে যাবে উন্মাদের ভীড়ে
যাও যাও চলে যাও পাগলা গারদে
ভাত দাও!
নয়তো রাজনরা রুটি চুরি করবেই,
ছিনতাই অবিরত চলবেই।

ক্ষুদার্তের মুখে দাও অন্ন,
অনাথের মাথায় দাও হাত বুলিয়ে।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩১

অর্ক বলেছেন: খুব-ই মর্মস্পর্শী একটি কবিতা! ধন্যবাদ পোস্টের জন্য।

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুন্দর মন্তব্যে এবং কবিতা পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে । সেই সাথে আমার ব্লগে আপনাকে স্বাগতম কবি ভাই। ভালো থাকবেন, শুভ কামনা রইলো।

২| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৭

চাঁদগাজী বলেছেন:


মানুষকে শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, সবাই সমান সুযোগ পাচ্ছে না

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিক বলেছেন ভাইয়া কিন্তু সবাইতো মানুষ আর তাই মৌলিক অধিকারগুলোতো মানুষের প্রাপ্য।

আপনার মূল্যবান মন্তব্যে খুশি হলাম। অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন প্রিয় ভাই।

৩| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:৪৮

শরদিন্দু রূপক বলেছেন: খুব খুব সুন্দর হয়েছে

০৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য এবং প্রশংসায় দারুন উৎসাহিত হলাম প্রিয় । ভালো থাকুন সবসময়। অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।

৪| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৬

Al Rajbari বলেছেন: সুন্দর হয়েছে.!
চালিয়ে যান.!

০৫ ই মে, ২০১৭ রাত ১১:০২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো।

৫| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:০৫

আমি চির-দুরন্ত বলেছেন: হুম। মর্মস্পর্শী অবশ্যই। কিন্তু আমাদের কানে যে তালা লাগানো। আপনার এই আহবান হয়ত আমাদের কানেই পৌঁছাবে না।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: অত্যান্ত মূল্যবান মন্তব্যের জন্য প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। যতদিন সে তালা খুলবেনা ততদিন আমাদের সবার যায়গা হতে সবাইকে আহবান জানানো এবং আমরা আমাদের নিজেকে শোধরানোর চেষ্টা করলেই মনে হয় কাজটি সহজ হয়ে যাবে। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয়। শুভকামনা আপনার জন্য।

৬| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:০৬

ধ্রুবক আলো বলেছেন: অপূর্ব কবিতা +++
মানবতা মুছে যাচ্ছে এখন সমাজ থেকে, এ হতে দেয়া যায় না।

০৫ ই মে, ২০১৭ রাত ১১:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম কখনো এ হতে দেওয়া যায়না , আমাদের প্রত্যেককে এ বিষয়ে নিজ নিজ দায়িত্ব পালন করা জরুরী। সহমত পোষণ করে আপনার এ মন্তব্যে দারুন উৎসাহিত হলাম ভাইয়া। ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। শুভকামনা নিরন্তর।

৭| ০৫ ই মে, ২০১৭ রাত ১১:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওদের কবে নাও গন্য.

দাদা, কবে হয়তো করে হবে?

০৫ ই মে, ২০১৭ রাত ১১:৪৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। টাইপিং মিসটেক ছিলো দাদা। পাঠ এবং মূল্যবান মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। ভালোবাসা ও কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা রইলো।

৮| ০৬ ই মে, ২০১৭ রাত ১২:০০

সুমন কর বলেছেন: মানবতার জয় হোক। সুন্দর লিখেছেন।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, জয় হোক মানবতার। আপনার মূল্যবান মন্তব্যে দারুন উৎসাহিত হলাম ভাইয়া।অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। শুভকামনা নিরন্তর।

৯| ০৬ ই মে, ২০১৭ ভোর ৫:২১

ডঃ এম এ আলী বলেছেন: দারুন গনমুখী কবিতা
পাঠে মুগ্ধ , সচেতনতা আসুক সকলের মাঝে ।
শুভেচ্ছা রইল ।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। এ ক্ষেত্রে সকলের সচেতনা এবং দায়িত্ববোধ একান্ত জরুরী। আপনার অসাধারন মন্তব্য আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করেছে। সবসময় পাশে থেকে অনুপ্রাণিত করায় হৃদয়ের গভীর হতে একরাশ অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন ভাইয়া। শুভকামনা নিরন্তর।

১০| ০৬ ই মে, ২০১৭ সকাল ৯:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা গড়েছেন ভাই। অনেক মুগ্ধতা আপনার মানবিক দিক দেখে।

শুভ হোক আপনার আগামী দিনগুলি।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম । কবিতা পাঠ এবং মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা নিরন্তর।

১১| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৪

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

+++++

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগাই আমার প্রেরণা। পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা আপনার জন্য।

১২| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:০৪

কানিজ রিনা বলেছেন: তুমি কি দেখেছ কভু কতযে সপ্ন
মুকুলেই ঝড়ে যায়।
শুকনো পাতার মর্মর বাজে কত
সুর বেদনায়।
আমাদের পথ শিশুদের জন্য যদি বিত্তবান
মানুষেরা একটু এগিয়ে আসত হয়ত অনেকটা
সমস্যা সমাধান হত। যার যার এড়িয়া ভিত্তিক
পুনর্বাসন কেন্দ্র গড়লে হয়ত হৃদয়বান মানুষ
শতস্ফুর্ত কার্জক্রমে যোগ দিত।
আপনার লেখা এত ভাল হয়েছে ভাষা আসেনা কি বলব। শুভকামনা।

০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: তুমি কি দেখেছ কভু কতযে সপ্ন
মুকুলেই ঝড়ে যায়।
শুকনো পাতার মর্মর বাজে কত
সুর বেদনায়।

দারুন বলেছেন প্রিয় !
আপনার শতভাগ সত্য এবং অসাধারণ মন্তব্যে আমি স্তব্দ।

আমাদের পথ শিশুদের জন্য যদি বিত্তবান
মানুষেরা একটু এগিয়ে আসত হয়ত অনেকটা
সমস্যা সমাধান হত। যার যার এরিয়া ভিত্তিক
পুনর্বাসন কেন্দ্র গড়লে হয়ত হৃদয়বান মানুষ
শতস্ফুর্ত কার্জক্রমে যোগ দিত।

আপনার সাথে এই বিষয়ে আমি সম্পূর্ণ সহমত। এর জন্য দরকার উদ্দ্যেক্তা এবং জনসচেনতা। আর আমাদের সমর্থ অনুসারে লেখালেখির মাধ্যমে বিষয়টির সবার ফোকাস নিয়ে আসা আমার আপনার দয়িত্ব। আপনার এ মন্তব্যে আমি দারুন উৎসাহিত হলাম প্রিয়।অনেক অনেক ধন্যবাদ এবং হৃদয়ের গভীর হতে অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা নিরন্তর।

১৩| ০৬ ই মে, ২০১৭ দুপুর ১:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রতিবাদী কাব্যে ভাললাগা


+++++++

০৬ ই মে, ২০১৭ রাত ৮:৩৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগাই আমার প্রেরণা। পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা আপনার জন্য।

১৪| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: বেশ লিখেছেন। মানুষে মানুষে এত ভেদাভেদ দেখলে মনটা আসলেই খুব খারাপ হয়।

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, যারা খোলা চোখের মানুষ তাদেরতো মন খারাপ হবেই। কিন্তু যারা অন্ধ হয়ে আছে এবার তাদেরও জাগতে হবে। আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো।

১৫| ০৬ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৫

শাহরিয়ার কবীর বলেছেন:

মনবতার জয় হোক।


সুন্দর কবিতা ।

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম, জয় হোক, জয় হোক মানবতার। সবসময় পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য হৃদয়ের গভীর হতে অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন কবি ভাই। ধন্যবাদ ও শুভকামনা সতত।

১৬| ০৬ ই মে, ২০১৭ রাত ৯:৪৩

মেহেদী বিন খাঁন বলেছেন: সুন্দর হয়েছে.।




Salam, I present to you today, Mahadi’s Show Part 01, you Can see here and Click the link.. https://youtu.be/wQ8ruw8qyD4 and don’t forget to Subscribe my YouTube Channel . Adv. Thanks for Watching

০৬ ই মে, ২০১৭ রাত ১০:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগাই আমার প্রেরণা। পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা আপনার জন্য।


ok. in shaa allah

১৭| ০৬ ই মে, ২০১৭ রাত ১১:০৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অনাথের মুখে দাও অন্ন
পথশিশুর মাথায় দাও হাত বুলিয়ে,
মানুষের কাতারে ওদের করে নাও গন্য
নয়তো রাজনরা রুটি চুরি করবেই
ছিনতাই অবিরত চলবেই।

এমন কবিতাই উচিৎ সবার হওয়া কাম্য। কবিতার জন্য ধন্যবাদ প্রিয় কবি।

০৬ ই মে, ২০১৭ রাত ১১:৩২

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম । কবিতা পাঠ এবং মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.