![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
এই দোষ সেই দোষ শাষকের ঘাড়ে,
দিবানিশি কত দোষ খোঁজ তুমি তার,
অপরের খুঁত খুঁজে পাপ শুধু বাড়ে,
দোষ নিয়ে লাফালাফি দোষ নেই কার?
ভুল থেকে ভাবেনা যে শিখতে আবার,
নিজের ছরকা রেখে সে অন্যের নাড়ে,
বুঝবে কী গভীরতা বসে বসে পাড়ে?
জীবনে দুর্গতি তাই নামে বারবার।
দোষ ধরে তারে তুমি করে দিলে শুদ্ধ,
তাই দিনে দিনে হয় সে মহা-মানবী,
গোবরে ফুটিয়ে দিলে দামী ফুল পদ্ম,
অনন্তকাল ধরণী রাখে তার ছবি।
রয়ে গেলে তুমি সেই রাস্তার বেনামী,
খুঁত খুঁজে কেউ কভু হয়না যে দামী।
কপিরাইট
লেখক কর্ত্বক সর্বস্বত্ব সংরক্ষিত।
০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য এবং প্রশংসায় দারুন উৎসাহিত হলাম প্রিয় । ভালো থাকুন সবসময়। সবসময় পাশে থেকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
২| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪২
চাঁদগাজী বলেছেন:
"এই দোষ সেই দোষ শাষকের ঘাড়ে,
দিবানিশি কত দোষ খোঁজ তুমি তার,
অপরের খুঁত খুঁজে পাপ শুধু বাড়ে,
দোষ নিয়ে লাফালাফি দোষ নেই কার? "
-রাজকবির ভাষ্যের মতো লাগছে
০৭ ই মে, ২০১৭ রাত ১০:০১
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মন্তব্য এবং প্রশংসায় আমি অভিভূত। আপনারা দেওয়া প্রেরণা আমাকে অনেক দূরের স্বপ্ন দেখায়। এভাবে পাশে থেকে উৎসাহিত সব সময় করায় আমি খুব কৃতজ্ঞতা স্বীকার করছি। শুভকামনা আপনার জন্য।
৩| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: রয়ে গেলে তুমি সেই রাস্তার বেনামী,
খুঁত খুঁজে কেউ কভু হয়না যে দামী।
যথার্থ বলেছেন ।
০৭ ই মে, ২০১৭ রাত ১০:০৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া। ধন্যবাদ , ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানবেন। শুভকামনা সবসময়।
৪| ০৭ ই মে, ২০১৭ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০৭ ই মে, ২০১৭ রাত ১০:০৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে উৎসাহিত হলাম। আপনারা পাশে আছেন তাই ভালো লাগে এবং লিখতে ইচ্ছে করে। মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে। ভালো থাকবেন, শুভ কামনা রইলো।
৫| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:১৪
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোষ নিয়ে লাফালাফি দোষ নেই কার?
নিখুঁত।
০৭ ই মে, ২০১৭ রাত ১০:১৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্যে খুব খুশি হলাম। পাঠ এবং মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন ভাইয়া। শুভকামনা রইলো।
৬| ০৭ ই মে, ২০১৭ রাত ১০:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার কবিতা পড়ে সত্যি মন থেকে একটা ভার নেমেছে। কতজনে কত কী বলে।
সবার মঙ্গল হোক।
০৭ ই মে, ২০১৭ রাত ১০:২৮
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম।
সবার মঙ্গল হোক।
জেনে আনন্দিত হলাম ভাইয়া। পাশে থেকে উৎসাহিত করার জন্য আবারো ধন্যবাদ জানবেন ।
৭| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:৫৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: এক সাথে না থাকলে অনিশ্চয়তায় ভোগতে হয়।
১০ ই মে, ২০১৭ রাত ১০:৫০
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম । সহমত। শুভ হোক আমাদের এই পথচলা।
৮| ০৮ ই মে, ২০১৭ ভোর ৪:১৭
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর কবিতা +
১০ ই মে, ২০১৭ রাত ১০:১০
কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মূল্যবান মন্তব্য এবং প্রশংসায় দারুন উৎসাহিত হলাম প্রিয় । ভালো থাকুন সবসময়। সবসময় পাশে থেকে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০১৭ রাত ৯:৩৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +