নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

হে নারী সাবধান !

১০ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

আমি এক শহীদি আত্মা বলছি,
আমি এক ধর্ষিতা মায়ের ধর্ষিতা মেয়ে বলছি,
আমি এক ধর্ষিতা বোনের ধর্ষিতা আত্মা
সতীত্বনাশের অযাচিত যন্ত্রনায় এখনো চিৎকার করছি।

অভিশপ্ত সব হায়েনা জানোয়ারের দল,
অভিশপ্ত কাপুরুষ, নরপিচাশ, লম্পট
অন্ধকার জগতের ঘৃন্য নরপশুরা, অভিশপ্ত তোরা।
অভিশপ্ত তোদের চক্ষুদ্বয়, ঐ পাষান্ড হৃদয়
তর্জনী হতে বৃদ্ধাঙ্গুল, ঐ বিষাক্ত ললাট, দন্তদ্বয় অভিশপ্ত।
অভিশপ্ত ঐ সিংহাসনের মিথ্যুক যারা।

ধর্ষিতা বোনের আত্ম চিৎকারে আজও নৈঃশব্দে
হাঁফিয়ে হাঁফিয়ে চিৎকার করি।
কত পিতৃস্বরুপ কাপুরুষকে বাবা বাবা বলে
সন্তানের ন্যায় মিনতি করি।
ভ্রাতৃস্বরুপ কত লম্পটকে বোনের সুরে ভাই ভাই বলে
ডাকতে ডাকতে আমি অস্থির হয়ে পড়ি।
তবুও ঐ বধির কুপুরুষের কর্ণে পৌছায় না আমার
আর্তনাদের আওয়াজ,
ভুলেও চোখ বুলায় না এই অন্ধ পৃথিবী,
মুখ খোলে না সভ্য সমাজের লেবাছধারী
ঐ অসভ্য সুবিধাবাদিরা,
ওরা মুখ, ওরা অন্ধ, বধির।
কচ্ছপের ন্যায় জান বাঁচিয়ে চলে,
আপন স্বার্থে জাত কূল কুলোষিত করে।


অথচ, ধর্ষিতা আত্মার মিছিলে স্লোগানে স্লোগানে
প্রকম্পিত হয় ভূমন্ডল, ধর্ষন বেদনায় থর থর করে
কেঁপে উঠে পাপের মেদিনী,
তচনচ হয়ে যায় বসত ভিটা,
ঘূ্র্ণি বেশে উড়ে যায় পাপী তাপীর সাথে
ছন্নছাড়া ঐ ভুক্তভোগীর শেষ সম্বল।
তবুও থামেনা ধর্ষন, থামেনা চিৎকার,
রক্ষা পায়না স্বর্গীয় হুর
রক্ষা পায়না আমার মা বোনেরা।
জানোয়ারের অত্যাচারে দুমড়ে মুচড়ে
থেঁতে যায় মস্তিস্কের সমস্ত নিউরো।
দানবের জোরালো মুষ্ঠিতে আলাদা হয়ে যায়
রক্তমাখা মস্তকের চামড়াযুক্ত প্রতিটি চুল।
ঐ কালো হাতের খামছার ছোবলে চিরতরে
রুন্ধ হয়ে যায় ধর্ষিতার নিশ্বাস,
তবুও থামেনা ধর্ষন।
কেড়ে নেয় সম্ভ্রম, কেড়ে নেয় প্রান,
কুলোষিত করে দেয় ইজ্জত, সম্মান,
গুমড়ে গুমড়ে কাঁদে নারীর স্বাধীনতা,
কাঁদে বিচারের বাণী, কাঁদে মানবতা।
তবুও থামেনা ধর্ষন, থামেনা চিৎকার।

হে নারী, চিনে রাখো তবে,
বাবার মত কারো মাঝে বাবার ছায়া খুঁজতে যেও না,
বাবা শুধুমাত্র জন্মদাতা পিতা,
ভাই শুধুমাত্র মায়ের উদরের ভাই,
আর একজন তোমার অর্ধাঙ্গ, তোমার স্বামী।

মিষ্টি বুলি আর হাসির তামাশায়
বাকি সব দেহ লোভী ফাঁদ, ইজ্জতের আঘাত,
বিশ্বাসঘাতক, ভন্ড , বেঈমান, প্রতারক,
বাকি সব বাহানার ছলে প্রান ঘাতক।

সাবধান ! হে নারী অবলা,
সাবধান ! হে বোন সরলা,
সাবধান !
তবুও শত বাধা ডিঙ্গিয়ে চালাও তোমার সংগ্রাম।
এগিয়ে যাও খোলা নজরে,
এগিয়ে যাও মুক্তির বন্ধনায়,
এগিয়ে যাও,
তবে সাবধান !
কদমে কদমে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৭ রাত ৯:০০

কানিজ রিনা বলেছেন: হে নারী চিনে রাখো তবে বাবারই মত কারো
মাঝে বাবার ছায়া খুজতে যেওনা।
হে পিতা আজ তোমার কন্য ধর্ষিত হয়েছে
হায়েনাদের দ্বারা, হায়নার দাঁত খুবলে নিয়েছে
মাংশ, তনুর মত মৃত্যু হয়েছে আমাদেরও
এমুখ নিয়ে কিভাবে বেঁচে থাকব।
পুরুষ তখনই বুঝে যখন তার বোন বা কন্যা
অন্য পুরুষের দ্বারা সভ্রম হাড়ায়।
আপনার লেখায় দরজায় দরজায় কড়া নাড়ার
আঘাত। কোনও বাবার আর্তচিৎকারে আকাশ
ফেটে বিদ্যুৎ চমকে কান্নার বৃষ্টি নামল।
হে পিতা তুমি কি এমন ছিলে। যে পাপ
তোমার কন্যার উপর পরলো। জবাব দাও
পিতা জবাব দাও।
এরম লেখা আরও বেশী বেশী লিখুন।
ধন্যবাদ

১০ ই মে, ২০১৭ রাত ১০:৪০

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মন্তব্যের জবাব এই নগণ্যের কাছে নেই। আমিও শুধু আপনার সাথে সুর মিলিয়ে প্রতিবাদ জানাই। আপনার অসাধারন মন্তব্যের জন্য আমি কৃতজ্ঞ। আজ আপন জুয়েলার্সের সত্তাধিকারীর কুসন্তানের বর্বরতা আমার চোখে নদী বইয়ে দিল। বুকে আগুল জালিয়ে দিল। এরা কি করে এখনো আমার জন্মভূমির মাটিতে নিশ্বাস নিচ্ছে। হোক প্রতিবাদ। জাগো স্বাধীনতা। জাগো।

২| ১০ ই মে, ২০১৭ রাত ৯:০৭

নাগরিক কবি বলেছেন: সুন্দর। ধর্ষণ আমাদের সমাজের এক ভাইরাস।

১০ ই মে, ২০১৭ রাত ১০:৪২

কবি হাফেজ আহমেদ বলেছেন: এই ভাইরাসের মানে ধর্ষকের লিঙ্গ কর্তন করে জাতিকে সাবধান করা হোক।

৩| ১০ ই মে, ২০১৭ রাত ১১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:

কিছু পশুর কারণে, আজ পুরুষ হিসাবে পরিচয় দিতে লজ্জা লাগে !

১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। আপনার মনের অতলে যে কষ্ট লুকিয়ে আছে, আমারও যে একই.... পশুগুলোর শাস্তির দাবিতে আপনার কলম যেন কথা বলে কবি ভাই।
হোক প্রতিবাদ।

মূল্যবান মন্তব্যের জন্য ভালোবাসা জানবেন। ধন্যবাদ।

৪| ১০ ই মে, ২০১৭ রাত ১১:৩২

ধ্রুবক আলো বলেছেন: কবি,
লেখা থেকে আগুন ঝরছে,,,

১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৫৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: তাই যেন হয়। তবে এমন আগুন চাই, যে আগুনে ভষ্ম হয়ে যাবে হায়েনার কলিজা।
আপনার মূল্যবান মন্তব্য আমাকে দারুনভাবে অনুপ্রাণিত করেছে ভাইয়া। অনেক ধন্যবাদ , ভালোবাসা আর শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.