নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জাগো স্বাধীনতা। আবৃত্তি এবং কবিতা

১০ ই মে, ২০১৭ রাত ১০:৩১

https://www.youtube.com/watch?v=-HpG2jSh_eg
আবৃত্তির ইউটিউব লিংক দেওযা হলো। সবাইকে শুনার আমন্ত্রন রইলো।

এই দেশ আমার,
এই দেশ তোমার,
লাখো শহীদি আত্মার এই দেশ,
এই দেশ লাঞ্চিত নিপীড়িত মজলুম জনতার।

এই দেশ আমার শরীর, আমি এ দেশের,
শরীরের অধিকার রয়েছে আমার।
হায়েনার কালো চোখ,
শকুনের বিষাক্ত ছোবল রুখে দেওয়ার অধিকার,
রয়েছে আমার।

লাখো শহীদের রক্তে রঞ্জিত বধ্যভূমির
পবিত্র মৃত্তিকায় আবারও সেই রক্তের হলি খেলায়
শিহরণ কম্পিত হয়ে উঠে,
তনুর ঘাতক নরপিচাশ ঘুরেফিরে রাজমুকুটে,
নতুন করে আবারও ওত পেতে রয় দিন দুপুরে,
এমনি করেই সম্ভ্রম হানি হয় একে একে,
ঝরে পড়ে রিশার মত পুষ্পকলিরা,
জগতের অভিনয় রয়ে যায় আগের মতই,
দিশেহারা জাতির ফিরেনা দিশা।

শুধু চেয়ে চেয়ে দেখা, দু"কলম লিখা
তারপর নব ইস্যুর হাতছানি,
ভুলে যায় পুরোনো মায়ের আহাজারি
ভুলে যায় সেই সম্ভ্রমহানির কাহিনি,
চুপচাপ জগত চুপচাপ তুমি আমি।
আর কত এভাবে ?
এভাবে আর কত ?

আজ আমি বড়ই হতভম্ব,
চরম শংকিত, মর্মাহত,
আমি নির্বাক নিস্তব্দ,
এ কোন কর্ডিয়াক এরেষ্টের থাবায়
বধ্যভূমির প্রশস্ত বক্ষ?
নেই ডাক্তার, নেই সি পি আর,
চারিদিকে শুধু
স্বার্থের কান্ডারী দালাল, জঙ্গিবাদ আর
হায়েনারা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমার স্বাধীনতা।

নরক বেষ্টনিতে ঢাকা পড়া
স্বাধীনতা শব্দের বর্ণমালারা
নিঃশব্দ আর্তনাদে চিৎকার করে
এই বাংলায় আজও বাংলার স্বাধীনতা চায়।

হলি অ্যার্টিজান, পিলখানা আর রানা প্লাজার
ধংশাস্তুপে চাপা পড়া অজস্র মাথার খুলি
আর ধর্ষিতা বোনের পড়ে থাকা নিথর দেহের পাশে
আজও শহীদি আত্মারা নৈঃশব্দে
মুক্তির মিছিলে মিছিলে আওয়াজ তোলে।
কন্ঠে তাদের,
জাগো স্বাধীনতা, জগো স্বাধীনতা....জাগো।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৭ রাত ১০:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কে শুনবে .............!!!! X((

সুন্দর কবিতা +++

আবৃত্তিও সুন্দর হয়েছে ,
শুভ কামনা রইল ।

১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: "একলম অবিরত চলবেই চলবে। কলমের হাকে একদিন জনতার ঘুম ভাঙবে।" এতটুকু আশা নিয়েই ডেকে যাই।অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আপনার জন্য।

২| ১০ ই মে, ২০১৭ রাত ১১:১১

ধ্রুবক আলো বলেছেন: একটার পর একটা ইস্যু লেগেই আছে, একটার পর একটা ধর্ষণ, খুন, গুম!!
বিচার ব্যবস্থা দুর্বল, পক্ষপাতিত্ব দুর্নীতিতে ঘেরা সব প্রশাসন।
কবে ওই জাতি এসব থেকে মুক্তি পাবে?!


কবিতায় +++

১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৫০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম।
ঠিক বলেছেন ভাইয়া।
আমারও সেই এক-ই প্রশ্ন।
"একলম অবিরত চলবেই চলবে। কলমের হাকে একদিন জনতার ঘুম ভাঙবে।"
এতটুকু আশা নিয়েই ডেকে যাই।অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আপনার জন্য।

৩| ১১ ই মে, ২০১৭ রাত ১:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা। একদম মনের মতো করে পড়েছি। খুব সুন্দর উঠানামা কবিতার সুরে। ভালো লাগা রইল।


স্বাধীনতা তুমি জেগে ওঠো লক্ষকোটি তরুণের কণ্ঠে,
স্বাধীনতা তুমি আরেকবার জাগিয়ে তুল যুবকের অন্তরে,

শুভকামনা ভাই আপনার জন্য



১২ ই মে, ২০১৭ বিকাল ৩:৫২

কবি হাফেজ আহমেদ বলেছেন:
স্বাধীনতা তুমি জেগে ওঠো লক্ষকোটি তরুণের কণ্ঠে,
স্বাধীনতা তুমি আরেকবার জাগিয়ে তুল যুবকের অন্তরে,
দারুন বলেছেন কবি ভাই। কবিতা পাঠ এবং মন্তব্যের জন্য ভালোবাসা জানবেন হৃদয়ের গভীর হতে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শুভকামনা সবসময়।

৪| ১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৪৩

আমি চির-দুরন্ত বলেছেন: লেখা মুল্যায়ন করার যোগ্যতা আমার হয় নাই এখনও। তাই কবিতার কথা কিছু বললাম না ।আবৃতি খুব ভালো লেগেছে।

১২ ই মে, ২০১৭ বিকাল ৫:৫১

কবি হাফেজ আহমেদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আপনার জন্য, আপনার মন্তব্য বলে দেয় আপনার প্রতিভার গভীরতা। আপনার গুপ্ত প্রতিভা এখানে জাগ্রত করুন। থাকুন সমুর সাথে। হ্যাপি ব্লগিং

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.