![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ
মায়ামোহ অহরহ স্বার্থের ভুবনে
মিলে না তো ঢের কভু মহাচরাচরে
সংখ্যা ক্ষয়িষ্ণু তার জননী বিহনে
বাকি আছে যত মায়া টের বরাবরে।
মাতৃ নীড়ে উষ্ণ ভীড়ে ভোরের স্বপনে
নিশিতে নিন্দ্রায় শিশু নহে দরাদরে
মোমের ন্যায় জ্বলে মা চির অকাতরে
আলো দিয়ে রয় যে সে আঁধার গহিনে।
মাতৃহীনা নরক ইন্ধনে ভষ্ম ধরা
অনাথ কুঠিরে মায়া নিত্য বলিদান
মাতৃ পরশে ভরে কায়া শীতলে সারা।
দীপ্ত ভূ-তে যত মোহ তার অবদান
যার হাসিতে স্বর্গ সোপানের ইশারা
তারে করেছে বিধাতা ধরণীর প্রান।
২| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৬
ধ্রুবক আলো বলেছেন: মাকে খুব সুন্দর কবিতা +++
অনেক ধন্যবাদ
৩| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কঠিন
তবে সুন্দর
+
৪| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মা নিয়ে লেখা সুন্দর সনেটে মুগ্ধতা রইল ভাই।
শুভকামনা আপনার জন্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:০৭
সুমন কর বলেছেন: সুন্দর তবে কঠিন। +।