নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন বাঙ্গালি। বাংলা আমার ভাষা, নিভৃত আবাস ও অহংকার। বিঃ দ্রঃ- ব্লগে ছন্দ নামে দ্বন্দ্ব নাই।

কবি হাফেজ আহমেদ

অসাধারণ মানুষগুলো সাধারণ হয়, অতিসাধারণ মানুষগুলো মানুষ হ্য়, মানুষ হতে হলে সাধারণ হতে হয়। হাফেজ আহমেদ

কবি হাফেজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

পল্লীতে প্রকৃতি হাসে

০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৫

আমার লিখা একটি সফল সনেট (অক্ষরবৃত্ত ৮+৬=১৪)
কখকখ : কখকখ :: গঘঘগ : ঙঙ

দেহাতে রবির দ্যুতি স্মিত মাতৃ নীড়ে
পুষ্পকলি মেতে উঠে ভ্রমর স্মরণে
সোনা রোদে গায় মাঝি ফসলের ভীড়ে
সতেজ দীপ্ত নভের শীতল চরণে।
নৈকষ্য নাড়ীর টানে সাদা বক উড়ে
বিবরণ কড়া নাড়ে হৃদয় তোরণে
মৃদু বায়ু দোলা দেয় শুভ্রতার ক্রোড়ে
প্রশান্ত অটবি হাসে সবুজ প্রাঙ্গণে।

ভুবন বিজয়িনী মা নাড়ী তার পল্লী
দেখে তারে পারিনা রে রইতে যে ম্লান
এতো মায়া আলো ছায়া কে করেছে দান?
মায়ের আঁচলে ঘেরা তার যত বল্লি।
কত কবি তার প্রেমে মজে দিবানিশি
তার কোলে মরে পায় সুখ রাশি রাশি।

কপিরাইট
লেখক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ২৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৫

ওমেরা বলেছেন: ভাল লাগল ধন্যবাদ ।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালো লাগায় আমি ধন্য হলাম। কৃতজ্ঞতা আর সীমাহীন ভালোবাসা জানবেন প্রিয়। শুভকামনা সবসময়।

২| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৩

সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: খুব ভালো লাগলো ভাই।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার ভালোলাগা জানতে পেরে দারুন অনুপ্রাণিত হলাম ভাইয়া। কৃতজ্ঞতা, ধন্যবাদ আর অকৃত্রিম ভালোবাসা রইলো। শুভকামনা।

৩| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: এক্সসেলেন্টো ভাইয়া!

অনেক ভালো লাগা! :)

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার মন্তব্য আমার হৃদয়ে অসাধারণ প্রেরণা জুগিয়েছে। বছরের পর বছর আমি মনে মনে আপনার মন্তব্য আশা করেছিলাম। অবশেষে পাইলাম তাহারে পাইলাম। আমি ধন্য হলাম। নিঃসন্দেহ সামুতে বড় মাপের এবং আমার প্রিয় ব্লগারদের একজন আপনি আর তাই এত আনন্দ। সময়ের অভাবে সময়মত রিপ্লাই না দিতে পারায় আমি আন্তরিক ভাবে দুঃখিত। পাশে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা জানবেন। শুভকামনা নিরন্তর।

৪| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮

গেম চেঞ্জার বলেছেন: ভাল। তবে আমার কাছে গ্রাম নিয়ে বন্দে আলী মিয়ার কবিতাটা বেস্ট! :)

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। আমার বেলায়ও তার ব্যতিক্রম নয়। আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে প্রিয় বন্দে আলীর কথা স্মরণ করে দেওয়ায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

৫| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩০

কুঁড়ের_বাদশা বলেছেন:
কত কবি তার প্রেমে মজে দিবানিশি
তার কোলে মরে পায় সুখ রাশি রাশি।


দুঃখের বিষয় কবি হতে পারলাম না ।


খুব সুন্দর লিখেছেন ।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১

কবি হাফেজ আহমেদ বলেছেন: মন্তব্যে স্মরণ করে দিলেন যে এই বিষয়ে আমার একটি কবিতা লিখা দরকার। বিষয়টি হলো পৃথিবীর সবাই কবি তবে ভিন্ন ভিন্ন ধারায়। অনেক অনেক ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন ভাইজান।

৬| ০৯ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বুঝা যাচ্ছে আগামীতে নিজে কষ্টকরে আর সনেট লিখে পড়তে হবে না। দারুণ উপহার প্রিয় কবি।তবে দু’জনেই লক্ষ্মীপুরের। মঙ্গল হোক।

০৮ ই জুলাই, ২০১৭ রাত ৮:২৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: আপনার সনেটগুচ্ছ আমার ভালো লাগে। তবে অমিত্রাক্ষর ছন্দে অন্ত মিল ছাড়া যে সনেট লিখছেন তা আমি এখনো আয়ত্ত করার চেষ্টা করিনি। কিন্তু লিখার যথেষ্ট ইচ্ছা রয়েছে। দোয়া করবেন। দেখা হবে একসাথে, দেখা হবে বিজয়ে। ইনশাআল্লাহ। মন্তব্যে দারুনভাবে অনুপ্রাণিত হয়েছি, সে কথা বলার অবকাশ রাখে না। ধন্যবাদ ভালোবাসা আর কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি ভাই।

৭| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

ধ্রুবক আলো বলেছেন: সনেট অসাধারণ লাগলো +++++

৮| ০৯ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: ভালো লাগল। +।

৯| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৪৬

কল্লোল পথিক বলেছেন:



চমৎকার!

১০| ১০ ই জুন, ২০১৭ রাত ১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

১১| ১০ ই জুন, ২০১৭ রাত ৩:৪৯

জগতারন বলেছেন:
সুন্দর বরন্না-
ভুবন বিজয়ী মাতা নাড়ী তার পল্লী
দেখে তারে পারি নারে রইতে যে ম্লান
এতো মায়া আলো ছায়া কে করিল দান?


তাও আবার সনেট-এর ভাষায়!

১২| ১০ ই জুন, ২০১৭ ভোর ৪:১৩

ক্লে ডল বলেছেন: এত সাবলীল! তাও আবার সনেট! আবশ্যই প্রশংসনীয়!!

১৩| ১০ ই জুন, ২০১৭ সকাল ৯:৫০

মন থেকে বলি বলেছেন: অতীব কঠিন কাজ সহজে করলেন। সাধুবাদ আপনাকে।

১৪| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: চমৎকার সব সনেট পাই মাঝেমধ্যে আপনার কাছ থেকে।
যদিও সনেট তেমন বুঝিনা, তবে কথামালায় মুগ্ধতা বুঝতেই পারি।

শুভকামনা সবসময় আপনার জন্য প্রিয় কবি।

১৫| ১০ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৯

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো । +++++

শুভকামনা ।

১৬| ১০ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৭

নতুন নকিব বলেছেন:



দারুন সনেট!

ধন্যবাদ কবিকে।

১৭| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: নিঃসন্দেহে চমৎকার!

১৮| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল

১৯| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০৪

বিজন রয় বলেছেন: কি খবর আপনার?
কেমন আছেন?
ব্লগে এত কম আসেন কেন।

কবিতায় কিছু বানান ঠিক করে দিন।

২০| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৫

ভ্রমরের ডানা বলেছেন: সজীব পল্লবপুঞ্জ গাঁথা সনেট। চমৎকার অনুভব!

২১| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৪

শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর লিখেছেন +

২২| ২৮ শে জুন, ২০১৭ রাত ৩:২৬

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর সনেট কবিতা গড়েছেন, মুগ্ধতা দেশপ্রেমে।


কারোর মন্তব্যে প্রতিউত্তর না দেয়াতে আপনার অনুভূতি কি ? (সাংবাদিক সাজলাম আর কি হা হা হা)

আসলেই আপনি অনেকের প্রিয় কবি, আমারও।
শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.